সফল প্রথম কেমোথেরাপি, কেমন আছেন সঞ্জয়?
কিছুদিন আগেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন সঞ্জয় দত্ত। এরপর গত ১৮ আগস্ট মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। সম্প্রতি সেখানে তার প্রথম কেমোথেরাপি সফল হয়েছে। তবে অভিনেতার শারীরিক অবস্থা ভালো থাকলে তবেই আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের কেমথেরাপি শুরু করা হবে।
এক তথ্যানুসারে জানা গিয়েছে, একদল চিকিৎসক নিয়মিত সঞ্জয়ের দত্তের স্বাস্থ্যের খেয়াল রাখছেন। তবে সঞ্জয় দত্তকে মোট কতগুলি কেমোথেরাপি নিতে হবে তা এখনই বলা যাচ্ছে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার খুবই ক্রিটিক্যাল। কেননা ৪র্থ পর্যায়ের ক্যান্সারের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুবই কম। গত ৫বছরের হিসেবে দেখলে, মাত্র ১০% রোগীই এই পর্যায়ের ক্যান্সারকে হার মানাতে পেরেছে।
প্রসঙ্গত, ক্যান্সারের কথা জানতে পেরেই সঞ্জয় দত্ত দ্রুত চিকিৎসার জন্য প্রথমে আমেরিকার হাসপাতালে যাওয়ার কথা ভাবছিলে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে বিদেশে গিয়েও চিকিৎসা করানো কঠিন হয়ে উঠেছে। এরপরই সেই সিদ্ধান্ত বাতিল করে আপাতত কোকিলাবেন হাসপাতালেই তিনি চিকিৎসা করাচ্ছেন।