বিনোদন

Srabanti-Roshan: তৃতীয় বিয়ে থেকে মুক্তি চান শ্রাবন্তী! ডিভোর্স মামলা দায়ের করলেন আদালতে

টলিউডের হট নিউস শ্রাবন্তী-রোশন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন চলছে ঠান্ডা লড়াই। একে অপরকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই করেন নানারকম পোস্ট। অভিনেত্রী শ্রাবন্তীর জীবনে নানারকম টানাপোড়েন চলতেই থাকে । অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি রাজনীতি জগতেও পা রেখেছিলেন এই নায়িকা। একটা দুটো নয় তিনটে বিয়ে করে ফেলেছেন তিনি । তৃতীয়বারের মত বিয়ে হয় বডিবিল্ডার রোশন সিংয়ের সাথে। সে বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি।সবকিছু মিলিয়ে ছন্নছাড়া হয়ে গেছে অভিনেত্রীর জীবন। কিন্তু তাও নিজের জায়গায় ঠিক থেকেছেন অভিনেত্রী।

টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু হল শ্রাবন্তী চ্যাটার্জী। তার তৃতীয় বিয়ে ও চতুর্থবার প্রেমের গুঞ্জন নিয়ে উত্তাল টলিপাড়া। অভিনেত্রী শ্রাবন্তী অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যোগ দিলেন সেই ফিল্ডেও তিনি ব্যার্থ হলেন। অন্যদিকে ব্যাক্তিগত জীবনের অনিশ্চয়তায় শ্রাবন্তী হারিয়ে গিয়েছেন।কিছু দিন আগে পর্যন্ত তার ব্যাক্তিগত জীবন, তিনটে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কম গসিপ হয়নি।

সম্প্রতি, সার্বন্তির সাথে সংসার করতে চাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। আর সেই মামলা র শুনানি হয়ে গেলো কিছুদিন আগেই। তবে এবার জানা গেছে শুনানির দিন আদালতে শ্রাবন্তী তার উকিলের মাধ্যমে ডিভোর্স চেয়ে করেছেন আর একটি মামলা। আর এর থেকে বোঝাই যাচ্ছে যে শ্রাবন্তী আর রোশনের সাথে থাকতে চাইছেন না।

অপরদিকে রোশন নাছোড়বান্দা, সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমে রোশন বলেন ‘‘আমি তো বিয়ে করিনি এক বছরের জন্য, আমার তো এমন ভাবনা নয়, যে আমি বিয়ে করে ছেড়ে দেব। ও না বুঝুক, আমাকে বুঝতে হবে’। ক্ষোভ উগরে দিয়ে রোশন আরও বলেন ‘কী বলব! ওর পরিবার ওই ছেলেটার (অভিরূপ) সঙ্গে পার্টি করছে, সেই ছবি প্রকাশিত হচ্ছে। একজন আইনত বিবাহিত মেয়ে.. আমি জানি না কীভাবে ওর বাবা-মা, দিদি ওর ভুলে সঙ্গ দিচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না’।

Back to top button