বিনোদন

দিন দিন কমছে TRP, ‘দিদি নাম্বার ওয়ান’-এর এত কম টিআরপি দেখে মাথায় হাত দর্শকদের

বাংলা টেলিভিশনে জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান। এই গেম শোটি টানা ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে। এই গেম শোয়ের সঞ্চালিকা হলেন রচনা ব্যানার্জী। দিদি নাম্বার ওয়ানের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তার জন্যই কার্যত দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা এত বেশি। তবে দিনে দিনে এই জনপ্রিয়তায় ভাটা পড়ছে। প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহেও বৃহস্পতিবার নিয়ম করে প্রকাশিত হয়েছে বাংলা টেলিভিশনের রিপোর্ট কার্ড।

তবে সেই রিপোর্ট কার্ড দেখে দিদি নাম্বার ওয়ানের ভক্তদের তো মাথায় হাত পড়ল। আইপিএল শুরু হতেই দিদি নাম্বার ওয়ানের টিআরপিতে কোপ বসেছে। এমনিতে অবশ্য আইপিএলের কারণে প্রায় প্রত্যেক সিরিয়াল এবং টিভি শোয়ের টিআরপিতে কমবেশি প্রভাব পড়েছে। তবে দিন দিন দিদি নাম্বার ওয়ানের টিআরপি রেটিং কমছে। অথচ আগে কিন্তু এই দৃশ্যটা একেবারেই আলাদা ছিল। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত টিআরপির বিচারে দিদি নাম্বার ওয়ানকে টেক্কা দিতে পারেনি কেউ। গত সপ্তাহের অন্যান্য দিনের নিরিখে বিকেল পাঁচটার স্লটে দিদি নাম্বার ওয়ানের প্রাপ্ত টিআরপি ২.৫।

তবে এই সপ্তাহে নন ফিকশন শোয়ের মধ্যে সেরার সেরা আসন ধরে রেখেছে ডান্স বাংলা ডান্স। নম্বর পেয়েছে ৬.১। তার ঠিক পরেই রয়েছে সুপার সিঙ্গার সিজন ৪। এই রিয়েলিটি শোয়ের নম্বর ৩.৯। আর ঘরে ঘরে জি বাংলার নম্বর একটু বেড়েছে। এর প্রাপ্ত নম্বর ১.৭। কিছুদিন আগেই ঘরে ঘরে জি বাংলার টাইম স্লটের পরিবর্তন হয়েছে।

ঘরে ঘরে জি বাংলা আগে বিকেল সাড়ে ৪ টের সময় সম্প্রচারিত হত। তবে গত এক সপ্তাহ ধরে দুপুর ২:৩০ থেকে সম্প্রচারিত হচ্ছে ঘরে ঘরে জি বাংলা। তবে টাইম স্লটে পরিবর্তনের পর অবশ্য রেটিংয়ে কয়েক নম্বর বাড়িয়ে নিয়েছে ঘরে ঘরে জি বাংলা।

Back to top button