বিনোদন

শুভশ্রীর পর এবার মা হলেন অঙ্কিতা, শেয়ার করলেন তার খুদে অতিথির ছবি

শুভশ্রীর পর এবার মা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। তিনি গুয়াহাটিতে জন্ম দেন কন্যা সন্তানের। তার মা হওয়ার খবর নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সেখানেই প্রকাশ করেন নতুন অতিথির ছবি।

লকডাউনের আগেই কলকাতা ছেড়ে অসমের গুয়াহাটিতে নিকিতা যান তার শশুরবাড়িতে। আর সেখানে পৌঁছনোর পরেই আচমকা দেশজুড়ে শুরু হয়ে যায় লকডাউন। গুয়াহাটিতে থাকাকালীন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন অঙ্কিতা।

সেইসময় ঘরোয়া ভাবেই পালন করা হয় তার সাধের অনুষ্ঠান। অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটও করতে দেখা যায় জড়োয়ার ঝুমকো-খ্যাত এই অভিনেত্রীকে।

এর আগে গত শনিবার শুভশ্রী গাঙ্গুলির মা হওয়ার খবরে উচ্চসিত হয়ে ওঠে তার ভক্তরা।

Back to top button