বিনোদন

গুড্ডিকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলার চক্রান্ত শিরিনের, ধারাবাহিকের আসছে জমজমাট টুইষ্ট

ভুল ওষুধ দিয়ে গুড্ডিকে মারার চেষ্টা শিরিনের! সুন্দর একটা কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। যার ফলে ব্যাপক প্রশংসার মুখে পড়েছিল সিরিয়ালটি। কিন্তু যতদিন গড়িয়েছে ততই যেন ধারাবাহিক থেকে মুখ ফেরাতে শুরু করেছেন দর্শকেরা। প্রথমে ত্রিকোণ কোণ এবার চতুষ্কোণ এসে দাঁড়িয়েছে সিরিয়ালের পটভূমি।

সিরিয়ালের মুখ্য চরিত্র গুড্ডি বরাবরই আইপিএস অফিসার হতে চেয়েছিল। এবার সে রূপপুরের আইপিএস অফিসারের পদে নিযুক্ত হয়েছে। ওই জায়গাতেই ডিজিআই পদে নিযুক্ত আছেন অনুজও। তবে, অনেক জটিলতার পর গুড্ডি তার জীবনকে নতুন করে শুরু করেছে।

অনুজের সাথে ডিভোর্সের পরে গুড্ডি ভেবেছিল সুন্দর সংসার পাতবে কিন্তু সেটি তার আসা হয়েই রয়ে গেল। বিয়ের পরেই গুন্ডাদের হাতে গুলি খেয়ে আহত হল গুড্ডি। অনেকটা রক্ত ক্ষয় হয়। এর পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। যদিও ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু শিরিন আর তা হতে দিল না। হসপিটালে থাকাকালী শিরিন ইচ্ছা করে গুড্ডির যাবতীয় দায়িত্ব নিয়ে নেয়।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, নার্সের অনুপস্থিতিতে বারংবার যে ওষুধ বারন, সেই ওষুধই দিতে থাকে। যার ফলে প্রচন্ড কষ্ট অনুভব করে গুড্ডি। সে নার্সেকে ডাকতে চাইলেও, শিরিন তাকে বাধা দেয় এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এই প্রোমো সামনে আসতে দর্শকরা ক্ষোভে ফেটে পড়ে। অনেকেই শিরিনকে ‘বাজে মেয়ে’ বরে মন্তব্য করে।

Back to top button