বিনোদন

‘পাঠান’ এর পর আসছে ‘টাইগার থ্রি’, জানালেন সালমান খান

কদিন আগেই টিজার প্রকাশ্যে এনে শাহরুখ তার আসন্ন ছবি ‘পাঠান’ এর মুক্তির তারিখ ঘোষণা করলেন! আর এবার প্রকাশ্যে এলো সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘টাইগার থ্রি’ এর মুক্তির তারিখ।

শুক্রবার (৪ মার্চ) সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি টিজার শেয়ার করে ক্যাপশনে ভাইজান লিখেছেন, ‘সকলে নিজের খেয়াল রাখুন। কেননা ২০২৩ এর ঈদ উপলক্ষ্যে আসছে ‘টাইগার থ্রি’। ২১ এপ্রিল মুক্তি পাবে এটি, আসুন সকলে সেখানে থাকি। হিন্দি, তামিল এবং তেলুগুতে মুক্তি পাবে। সুতরাং আপনার নিকটতম প্রেক্ষগৃহে ছবিটি উপভোগ করতে ভুলবেন না।’

গেল বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’ এর শুটিং। ইতোমধ্যেই রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ ভারতের বেশ কিছু স্থানে সম্পন্ন হয়েছে ছবিটির শুটিং।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’। যেটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। তারই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’।

৩০০ কোটি টাকা বাজেটের এই ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস এবং পরিচালনায় থাকছেন মনীশ শর্মা।

Back to top button