‘পাঠান’ সিনেমার টিজার দিয়েই বাজিমাত করলেন শাহরুখ, সঙ্গে জন ও দীপিকা
বলিউড ‘বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। তার ভক্তের সংখ্যা কম নয়। কিং খান মানেই বক্স অফিস ধামাকা। বুধবার ২মার্চ প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘পাঠান’র টিজার। এই ছবিটির অপেক্ষায় দিন গুনছেন কোটি দর্শক। ছবি মুক্তিতে আরও অনেক সময় লাগবে। আপাতত টিজারেই মজেছেন শাহরুখ ভক্তরা।
এক মিনিটের টিজারটি বেশ সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেওয়ার পরপরই ভাইরাল হয় টিজারটি।
সিনেমাতে আরও আছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
টিজারটিতে শাহরুখের চেহারার একটি আভাস দেখা যায়। তাকে নতুন লুকে পুরো চেহারা দেখতে তার ভক্তদের অপেক্ষা করতে হবে আরও। তবে পুরো চেহারা দেখা গেছে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের।
পরিচালক সিদ্ধার্থ টিজারটি তার ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমি জানি দেরি হয়ে গেছে। তবে তারিখটি মনে রাখবেন! পাঠানের সময় এখন থেকে শুরু হচ্ছে। ‘পাঠান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।’
সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে!