দীপার সুখী পরিবার দেখে জ্বলে গেলো মিশকা, ‘অনুরাগের ছোয়া’ দেখে বেজায় খুশি দর্শকরা

স্টার জলসা-এর অনুরাগের ছোয়া এখন জমজমাট পর্ব চলছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন সোনা-রূপা সূর্যের প্রাণ। নিজের অজান্তেই সূর্য রুপাকে দেখছিল। কিন্তু এখন সে জানতে পেরেছে তার মেয়ে রুপা, এই কথা সূর্য জানার পর সে রুপাকে মেনে নিতে পারে না। দীপাকে রুপার জীবন ছেড়ে চলে যেতে বল, তবেই সে তার মেয়েকে মেনে নেবে । রুপা পেছন থেকে শুনতে পায়। তার ছোট্ট মাথায় প্রশ্ন জাগে: সে কি এমন করেছে?
আর এদিকে সোনা খুব খুশি, এখন সে তার বাবা-মাকে বিয়ে দেবে । কিন্তু রূপা খুব অহংকারী। তার মাথায় একটাই প্রশ্ন: বাবা কেন এটা মানছেন না? অভিমানী রূপাকে নিয়ে ড. বাবুর জামাটা বুকের সাথে চেপে ধরে। তারপর দরজা বন্ধ করে বাবার জামা পরে । দীপা দরজা খুলতে বললে রুপা বলে রুপা এখন ব্যস্ত তাই দরজা খুলবে না।সে দেখে রুপা তার বাবার জামা গায়ে জড়িয়ে কান্না করছে।
দীপা সেনগুপ্ত বাড়িতে যায় । লাবণ্যকে বলে যে রুপা সব জানে। কিন্তু কিভাবে জানল? এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন, কথোপকথনের সময় রুপা উপস্থিত ছিলেন। লাবণ্য এবং প্রতীক তখন দীপার সাথে দীপার বাড়িতে যায় এবং রুপাকে সত্যটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু রুপা প্রশ্ন এড়িয়ে গেলে দীপা বলে যে সে সব জানে আর মিথ্যা বলিস না । রুপা তখন সবার সামনে বলে যে সে জানে বাবু তার বাবা।
এদিকে আমরা দেখি দীপা সূর্যের বিবাহ বার্ষিকীর দিন দীপা ও রুপা সেন বাড়িতে চলে এসেছে। তাই এই উপলক্ষে একটি বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। তারপর সোনা-রূপা তার বাবা মায়ের সঙ্গে পূজায় বসে । দর্শকরা খুব খুশি। অন্যদিকে মিশকা সূর্যকে ফোন করলে সূর্য তা তোলে না । পরে দীপা মিশকাকে ভিডিও কল করে এবং ভিডিও কলে মিশকা দেখে সূর্য তার দুই মেয়েকে পাশে বসিয়ে প্রসাদ খাইয়ে দিচ্ছে। যা দেখে জ্বলে পুড়ে যায় মিশকা।