‘শ্রীময়ী’তে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন রোহিত সেন! এবার কার কাছে ফিরবে শ্রীময়ী?
স্টার জলসার (Star Jalsha) পর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকা সিরিয়াল ‘শ্রীময়ী’ (Sreemoyee)। ৪০ ঊর্ধ্ব এক মহিলার স্বামী, শ্বশুরবাড়ি থেকে অবহেলিত হওয়ার পর কিভাবে নিজের চেষ্টা ও সততার জোরে ঘুরে দাঁড়িয়েছে সেই গল্পই বলেছে ‘শ্রীময়ী’। ২০১৯ সালে টেলিভিশনের (Television) পর্দায় এসেছিল এই ধারাবাহিক। এরপর ধীরে ধীরে পেতে শুরু করে জনপ্রিয়তা। এখন তার যাত্রা শেষের পথে। দীর্ঘ আড়াই বছরের সফর শেষ হতে চলেছে ‘শ্রীময়ী’ র সফর।
কিন্তু শেষের সময়ও শ্রীময়ী র (Sreemoye) চোখে জল। মারা গেলেন ক্যান্সার আক্রান্ত রোহিত সেন (Rohit Sen)। শত চেষ্টা করেও তাঁকে নিজের কাছে রাখতে পারলো না শ্রীময়ী। নিয়তির কাছে তাঁকে হার মানতেই হল। মুছে গেল শ্রীময়ীর সিঁথির সিঁদুর। স্বামীকে হারিয়ে কার্যত দিশেহারা শ্রীময়ী। পাগলের মতো প্রলাপ বকছে সে। কান্না তাঁর থামছেনা কিছুতেই। কখনও আক্ষেপ করে বলছে যে, ‘কেন যে গেলাম মন্দিরে, আর কয়েকটা ঘন্টা অন্তত রোহিতের সঙ্গে কাটাতে পারতাম’।
আবার কখনও বলছে যে, ‘যেন তোমাদের রোহিত আঙ্কেল বাড়িতেও সবসময় পারফিউম টারফিউম লাগিয়ে থাকতে ভালোবাসতো…এটা ওকে লাগিয়ে দিই জানো’। এমনকি মৃত স্বামীর হাত শক্ত করে ধরে রাখে। একেবারেই ছাড়তে চায়না। বলে যে, ‘তোমরা ওকে আরেকটু ঘুমাতে দাও..চলেই তো গেল, ধরে তো রাখতে পারলাম না’। আর এই গোটা বিষয়টাই দাঁড়িয়ে দেখছে অনিন্দ্য।
কিন্তু এরপর শ্রীময়ীর (Sreemoyee) কি হবে? সে কি রোহিতের স্মৃতি আগলেই কাটাবে সারা জীবন নাকি আবারও ফিরবে অনিন্দ্যর কাছে? সবই এখন অজানা। ওদিকে জুন ও কি বদলাবে নাকি একই থেকে যাবে তা জানা যাবে সিরিয়ালের আগামী পর্ব গুলিতে। অবশেষে সব কিছু মিটিয়েই আগামী ১৯ ডিসেম্বর স্টার জলসার পর্দা থেকে ইতি টানবে ‘শ্রীময়ী’। আর তার জায়গায় আসবে গৌরব-শোলাঙ্কি অভিনীত নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। সম্প্রতি ‘শ্রীময়ী’ তে রোহিত সেনের (Rohit Sen) মৃত্যুর কথাই প্রকাশ্যে এসেছে।