বিনোদন

মাদকের জন্য গ্রেফতার হলেন রিয়া, বেঁচে থাকলে সুশান্তও কি হতেন? উঠছে প্রশ্ন

গতকাল (মঙ্গলবার) মাদকের জন্য গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে।কিন্তু কেন তাকে একাই গ্রেফতার করা হলো? বলিউডের আরো অনেক তারকাই তো মাদকে যুক্ত তাহলে তাদের গ্রেফতর করা হলো না কেন? তাহলে কি রিয়া সুশান্তের টাকা হাতিয়েছেন বলে গ্রেফতার করা হলো? নাকি রিয়াই তাদের টার্গেট ছিল? রিয়াকে গ্রেফতারের পর এমনি প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

এসব বিতর্কের মাঝেই আবার নতুন করে ঘি ঢাললেন অভিনেত্রী তাপসী পান্নু। তিনি টুইট করে জানান, তিনি রিয়ার সঙ্গেই আছেন। সেই সঙ্গে এও জানান, ‘রিয়া তো সুশান্তকে দেওয়ার জন্যই মাদক সংগ্রহ করেছিলেন। তাহলে কি সুশান্ত বেঁচে থাকলে সুশান্তকেও গ্রেফতার করা হতো?’ শুধু তাপসী একাই নয়, বলিউডের আরো অনেক তারকাই এই নিয়ে প্রতিবাদ করেন।

তবে অন্যদিকে, রিয়া যে গ্রেফতার হয়েছে এতে ভীষণ খুশি সুশান্তের দিদিরা।তবে রিয়ার প্রতি বলিউডতারকাদের সমবেদনা মেনে নিতে পারছেন না সুশান্তের দিদিরা। তাই তারাও একটি পোস্ট করেন বলিউড তারকাদের খোঁচা দিয়ে।

Back to top button