বিনোদন

ইন্ডিয়ান আইডল ১৩-র বিজয়ী ঋষি সিং, দ্বিতীয় হলেন বাংলার মেয়ে দেবস্মিতা

টিভির পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি শো গুলির মধ্যে একটি হল ‘ইন্ডিয়ান আইডল’। রবিবার অর্থাৎ ২ এপ্রিল ইন্ডিয়ান আইডল ১৩-র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও গানের সব থেকে বড় মঞ্চে বাঙালিরা নিজেদের প্রতিভা দেখিয়েছে। যা বাঙালি সমাজের কাছে সত্যি খুব গর্বের বিষয়। ইন্ডিয়ান আইডল ১৩- তে দ্বিতীয় স্থান নিজের নামে করে নিলেন বাংলার মেয়ে দেবস্মিতা রায়। যদিও ট্রফি জিতেছে অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং।

ঋষি-দেবস্মিতা ছাড়াও প্রথম তিনটি স্তনে জায়গা করে নিয়েছে চিরাগ কোতওয়াল।এই তিনজন ছাড়াও ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালতে জায়গা করে নিয়েছিলেন বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং শিবম সিং।

বিজয়ীর হাতে তুলে দেওয়া হল ২৫ লক্ষ টাকার পুরস্কার তারই সাথে একটি বিলাসবহুল গাড়ি। রানার আপ দেবস্মিতাকে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার পুরস্কার।

Back to top button