রানু মণ্ডল থেকে বাদাম কাকু, ভাইরাল হওয়া তারকাদের বর্তমান পরিস্থিতি এখন কেমন? জেনেনিন এক ঝলকে ।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার অনেক সময় ভুবন বাদ্যকরের মতো সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার কারণেই হয়ে যান ভাইরাল ষ্টার। আর এই ভাইরাল স্টাররা বেশ মাতিয়ে রাখেন সোশ্যাল মিডিয়া। এরকমই আচমকাই ভাইরাল হওয়া নামি তারকাদের বর্তমান পরিস্থিতি এখন কেমন চলুন দেখে নেওয়া যাক একঝলকে –
রানু মন্ডল (Ranu Mondal) :
রানাঘাট স্টেশনের ভিখারিনী রানু মন্ডল। মিষ্টি গলার গান সকলে বেশ পছন্দ করেছিলেন। অতীন্দ্র বাবুর দৌলতে তার গান পৌঁছে গিয়েছিল অনেক মানুষের কাছে। সোশ্যাল মিডিয়া ঠিক কতখানি ক্ষমতা সেদিন মানুষ বুঝতে পেরেছিল। মুম্বাইয়ে গিয়ে অনেক গুণী মানুষের সঙ্গে গান করার সুযোগও পান তিনি। আর এক একটা গান মানুষকে মুগ্ধ করেছিল। ভিখারিনী হয়েও তার গলায় যেন মা সরস্বতী বিরাজ করেছিল। কিন্তু তার এই জয়ের মুকুট বেশিদিন স্থায়ী থাকেনি, অনেকেই মনে করেন যে তার অহংকারী হলো তার পতনের একমাত্র কারণ।
কিছুদিনের জন্য তিনি এতটাই ফেমাস হয়েছিলেন যে তার হয়তো এতটা পাওয়া উচিত ছিল না। যোগ্যতার দিক থেকে বিচার করলে এমন অনেক অসাধারণ প্রতিভা প্রায়শই দেখা যায়। বর্তমানে তার অতি কষ্টে দিনযাপন হয় কেউ গেলে হয়তো কয়েকটা গান রেকর্ড করেন রানুদির। সঙ্গে একটু গল্প করে সময় কাটান, তখন হয়তো সময়টা একটু ভালো যায়। কিন্তু তার গানের ভিডিও নিয়ে ভীষণ পরিমাণে ট্রোল করা হয়। তিনিও এমন এমন কাজ করেন যাতে করে তিনি নিজেকে আরও বেশি মানুষের কাছে হাসির খোরাকে পরিণত করেন।
সহদেব ডিরডো (Sahadev Dirdo) :
ছত্তিসগড়ের স্কুল পড়ুয়া সহদেব ডিরডো বেশ কিছুদিন আগে বাচপান কে প্যার গান গেয়ে হয়ে গিয়েছিলেন ব্যাপক ভাইরাল। কিশোরের গাওয়া গানটি জনপ্রিয় গায়ক বাদশার ভালো লেগে গিয়েছিলো তাই বাদশা এই গানটির রিমিক্স ভিডিও বানিয়েছিলেন। কিছুদিন আগেই তার দুর্ঘটনার খবর আসে প্রকাশ্যে। এই মুহূর্তে সহদেব সুস্থ হয়ে উঠেছেন ও বাড়িতেই আছেন। তার সাথে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন বাদশা।
ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) :
রানু মন্ডলের পর বাংলা থেকে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর। তার গাওয়া কাঁচা বাদাম গানে দেশ বিদেশের নামি অনামী মানুষরা নাচ করেছেন। তিনি বাংলা থেকে হয়ে উঠেছেন আর একজন ভাইরাল সেলিব্রিটি। বর্তমানে তিনি তার কাঁচা বাদাম গানের দৌলতেই কলকাতা শহরের নামি পাঁচ তারা হোটেলে ও একটি মিউজিক ভিডিও সংস্থায় চুক্তি বোধ হয়ে বেশ খ্যাতি পেয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে প্রতিদিনই কোননা কাজে বা অনুষ্ঠানে ‘কাঁচা বাদাম’ গাইতে।