বিনোদন

নতুন বউয়ের সাজে সবাইকে চমকে দিয়েছে রঞ্জা! নেটদুনিয়ায় প্রশংসায় ভরিয়ে দিচ্ছে সকলে

বাঙালিদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। বছরের শুরুতেই একের পর এক পুরোনো ধারাবাহিকের পরিবর্তে আসছে নতুন ধারাবাহিক। তারই সাথে নতুন নতুন নায়ক -নায়িকার মুখ দেখতে পারছে দর্শকেরা। সব মিলেমিশে প্রায় সব ধারাবাহিকের পর্ব গুলি জমে উঠেছে।

এমন অনেক তারকা আছে যারা প্রথম ধারাবাহিকেই নিজের অভিনয়কে টিভির পর্দায় খুব সুন্দন ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। এবং তারা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আবার অনেক তারকা আছে যারা দর্শকদের মন জয় করতে না পারায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পর্দা থেকে।

এরমধ্যেই স্টার জলসার এক্কা দোক্কা ধারাবাহিকে এক নতুন মুখ দেখা গিয়েছে যার নাম রঞ্জাবতী। সিরিয়ালের মূল নায়কের সঙ্গে তার বিয়ে হয়।তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসার কারণে এই বিয়ে তা কিছুই নয় বরং পরিস্থিতির চাপে পরে একে অপরকে বিয়ে করতে বাধ্য হয় তারা। যদিও রঞ্জা ধীরে ধীরে পোখরাজকে ভালোবেসে ফেলেছে।

পোখরাজ ও রঞ্জার বিয়ের পর অনুরাগীরা মেতেছে অন্য একটি বিষয়ের ওপর।রঞ্জার বিয়ের সাজের লুকতো বটেই তারই সাথে পরবর্তী নতুন বউ হিসেবে রঞ্জার লুক দর্শকদের ভীষণ প্রিয় হয়ে উঠেছে।বরং এখন রাধিকাকে ছেড়ে রঞ্জাকে নিয়েই নেটপাড়ায় আলোচনা চলছে।তারই সাথে অনেক ভক্তরা কমেন্টও করছে।

Back to top button