শীঘ্রই আসছে ‘রামপ্রসাদ’, বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল!

টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। টিআরপি টানতে না পারলে গল্প শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। পুরনো ধারাবাহিকগুলো ব্যর্থ হলে নতুন নতুন সিরিয়াল এনে টিআরপিতে স্লট ধরে রাখার লড়াই চলতেই থাকে। গত কয়েক মাসে স্টার জলসাতে অসংখ্য সিরিয়াল বন্ধ হয়েছে।
তবে সেই জায়গা ভরাট করতে এসেছে অনেক নতুন নতুন ধারাবাহিক। কিছুদিন আগে স্টার জলসাতে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ নামের একটি শো স্লট পেয়েছে। কিন্তু আসন্ন ধারাবাহিক রামপ্রসাদের কোনও খবর নেই। রামপ্রসাদ ধারাবাহিকের প্রোমো কিন্তু সবার আগে শেয়ার করা হয়েছিল। নতুন এই ধারাবাহিক যে আসছে সেটা অনেকদিন আগেই দর্শকরা জেনেছেন।
প্রথমে জানা গিয়েছিল সন্ধ্যে সাড়ে সাতটা, পরে সন্ধ্যে সাড়ে ছটায় রামপ্রসাদ-এর সম্প্রচার হতে পারে। কিন্তু এই দুই জায়গায় নতুন সিরিয়ালের সম্প্রচার হয়। তবে চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত রামপ্রসাদের স্লট ঘোষণা হয়নি। দর্শকরা অপেক্ষা করছেন আবার সব্যসাচীকে পর্দায় দেখার জন্য। তবে এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ নতুন এই সিরিয়ালটি শীঘ্রই স্লট পেতে চলেছে। রামপ্রসাদকে স্লট দিতে হলে বন্ধ হতেই হবে স্টার জলসার একটি সিরিয়ালকে।
তবে শোনা যাচ্ছে শীঘ্রই নাকি বন্ধ হয়ে যাবে গাঁটছড়া! এই মুহূর্তে এই সিরিয়ালটি স্টার জলসার সবথেকে পুরনো ধারাবাহিক। খবরটা শুনে গাঁটছড়ার ভক্তদের মন বেশ খারাপ। কিন্তু যার শুরু আছে তার শেষও আছে। স্টার জলসাতে এই সিরিয়ালটি কম টিআরপি সত্বেও বেশ অনেকদিন টিকে থেকেছে।