বিনোদন

Rachana: ফেসবুক লাইভে শাড়ি বিক্রি করছেন রচনা ব্যানার্জি, অভিনেত্রীকে নিয়ে চলছে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

বর্তমান তিনি নেই অভিনয় জগতে। বহুদিন আগেই তিনি অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু সিনেমাতে দেখা না গেলেও প্রেত্যেকটি বাঙালির ঘরে রোজ পৌঁছে যান অভিনেত্রী। জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মাধ্যমে। পাশাপাশি অভিনেত্রী যে এখনও ফিট রয়েছেন তার পিছনে রাজ হল তিনি নিয়মিত শরীরচর্চা করেন আর নিয়মিত খাবার খান। তিনি নিজেই একসময় জানিয়েছিলেন যে তিনি করলার জুস্ খান। তাই রয়েছেন ফিট।

কিন্তু এবার অভিনেত্রীকে শ্যুটিং-এর ফাঁকে দেখা গেল আলাদা রূপে।সম্প্রতি রচনা ব্যানার্জিকে দেখা গেলো ফেসবুক লাইবে এসে শাড়ি বিক্রি করতে !
অনেকদিন আগেই থেকে পাওয়া গিয়েছিলো কিছুটা আভাস। আর এবার সেই রাহানস্যের উম্মোচন নিজেই করলেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি এবার ‘দিদি নাম্বার-০১’ সঞ্চালনা ছাড়াও অর্থ উপার্জনের জন্য ফেসবুকেই শুরু করে দিলেন শাড়ি বিক্রি। গতকাল ফেসবুক লাইভে এসে অনুরাগীদের জন্য নিয়ে এলেন পুজোর নতুন নতুন শাড়ি।

সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শাড়ি বিক্রি করছেন রচনা ব্যানার্জি ! শুনেই চমকে গিয়েছিলেন অনেকেই। অনেকেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হন রচনা ব্যানার্জিকে নতুন ভূমিকায় দেখতে।যদিও রচনা ব্যানার্জির এই উদ্যোগ নিয়ে বইছে সমলোচনার ঝড়। অনেকেই মন্তব্য করছেন এতো বড় সেলিব্রিটি হয়েও তার শাড়ির ব্যবসা খোলার কি দরকার? নেটিজেনরা তুলছেন প্রশ্ন।

Back to top button