জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা যাবে এক নতুন ভূমিকায়

বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট কিছু দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন।আর এই কারণেই বোঝা যাচ্ছে যে তাঁর বাস্তবতার শেষ নেই।বর্তমানে তাঁর হাতে রয়েছে চারটি বড় ছবি।তারপরেও তিনি নিত্য নতুন প্রজেক্ট ফাইনাল করছেন।পরিচালক সকেট হুড়হুড়ির আগামী ছবিতে আলিয়া প্রধান চরিত্রে থাকবে।সাকেত এর আগে ‘হিন্দি মিডিয়াম’, ‘পেয়ার কে সাইড এফেক্ট’- এর মতো জনপ্রিয় পরিচালনা করেছেন।তাতে মজাদার ছোয়াও থাকবে, যেমন পরিচালকের অন্যান্য ছবিতে থাকে।এই ছবির প্রযোজক এজিদ নাদিওয়াল।
সেই চিত্রনাট্যের কাজ এখনও চলছে।সেই ছবির স্ক্রিপ্টও নাকি আলিয়াকে শোনানো হয়েছে বলে জানা গেছে।তিনি এই ছবিটি তাঁর বিপরীতে কাকে দেখা যাবে নিয়ে নানা জল্পনা উঠেছে।আলিয়ার হাতে রয়েছে ‘সড়ক টু’, ‘ব্রক্ষাস্ত্র’, ‘গাঙ্গুরাই কাথিয়াওয়াড়ি’ এই সব নানান ধরণের ছবি।এবার তাকে ছবিটি গুলিতে নতুন অভিনয়ে দেখা যাবে। সেই ছবি গুলিতে সামাজিক এক নতুন ধরণের অভিনয় করতে চলেছেন আলিয়া।