Vicky-Katrina: প্রকাশ্যে এলো ক্যাটরিনা-ভিকির মেহেদির ছবি, দেখেনিন বিশেষ ছবিগুলো
গত ৯ ডিসেম্বর বলিউডের এক রাজকীয় বিয়ের সাক্ষী ছিল গোটা দেশ। রাজস্থানের সওয়াই মাধোপুরের ফোর্ট বারোয়ারায় অনুষ্ঠিত হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ভিকি-ক্যাটরিনার (Vicky Kaushal-Katrina Kaif) বিয়ে। আর সেই অনুষ্ঠান ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। শোনা গিয়েছল, তাঁঁদের বিয়ের কোনও ছবি পোস্ট হবে নাা। কিন্তু বিয়ের শেষে ভিকি-ক্যাটরিনা নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন।
তবে বিয়ের আগে এই জনপ্রিয় দম্পতি তাঁদের বিয়ের জন্যে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। মাত্র ১২০ জন অতিথির উপস্থিতিতে বিয়ে হয়েছে তাঁদের। তাঁদের ছবিতে বলিউডের স্বনামধন্য সব তারকারা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), আলিয়া ভাট (Alia Bhatt), অনুষ্কা শর্মা (Anushka Sharma), প্রীতি জিন্টা (Priti Zinta) প্রমুখরা। পাশাপাশি জানা গিয়েছে, ভিক্যাট খুব শীঘ্রই বিরাট-অনুষ্কার (Virat Kohli-Anushka Sharma) প্রতিবেশী হতে চলেছেন।
সদ্য বিবাহিত দম্পতির পরনে সাদা পোশাক আর গোলাপের পাপরির ছড়াছড়ি, সঙ্গে হালদি-মাখা তাঁদের গায়ে। আর এইসব ছবি ভিকি-ক্যাটরিনা নিজেদের সোশ্যালে আপলোড করেছেন। আর এই ছবিতে ভিকি-ক্যাটরিনাকে বেশ মজার বেশে দেখা যাচ্ছে। গত শুধু পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল বিয়ে করেছেন।