বিনোদন

‘ফুলকি’ আসছে পর্দায়, বন্ধ হতে পারে ‘সোহাগ জল’, স্লট নিয়ে শুরু জল্পনা

চলতি বছরের শুরুতেই পুরোনো ধারাবাহিক সরে গিয়ে তার পরিবর্তে জায়গা করে নিচ্ছে নতুন ধারাবাহিক।এর ফলে ধারাবাহিক প্রেমীরা খুবই বিভ্রান্ত এবং চিন্তায় যে কোনটা ছেড়ে কোনটা দেখবে। যেটা দেখবে সেটাই হয়তো কিছুদিন পর টিভির পর্দা থেকে সরে যাবে এই একটাই ভয় ভেসে বেড়াচ্ছে দর্শকদের মনে। স্টার জলসা ও জি বাংলা একে অপরের সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে নতুন নতুন ধারাবাহিক আনার জন্য।

সেই কারণে টিআরপির তালিকায় পিছিয়ে পড়লেই তার পরিবর্তে আসে পরে নতুন ধারাবাহিক। যার ফলে দর্শকরা তাদের পছন্দের ধারাবাহিকের ওপর দীর্ঘ সময়ের জন্য মন আটকে রাখতে পারলেও তা আর হয়ে ওঠে না।‘মিঠাই’, ‘গাঁটছড়া’র মতো কিছু ধারাবাহিক টিআরপির তালিকার ভালো ফলের সাথে সাথে দীর্ঘ দুবছর ধরে দর্শকদের মন জয় করতে পারলেও তাদেরও এবার অন্তিম সময় চলে এসেছে।

এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে জি বাংলায় পর্দায় শুরু হতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। ‘ফুলকি’ আসছে এটা সবাই জানে। কিন্তু এটা আসার জন্যে কোন ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে এনিয়ে শোরগোল টেলিপাড়ায়। শোনা যাচ্ছে ২৪শে এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার স্লটে শুরু হচ্ছে এই ধারাবাহিক। আর এই সময়ে হয়ে থাকে মিঠাই। তাই মিঠাই ভক্তদের মনে নতুন চিন্তার উদ্রেক হয়েছে। টিআরপি তালিকায় অনেকটা পিছিয়ে পড়লেও এখনও স্লট লিডার হয়ে চলেছে ‘মিঠাই’ আর সমানভাবেই জনপ্রিয় রয়েছে। তবুও কেনো এমনটা হচ্ছে এনিয়ে প্রশ্ন ভক্তদের।

তবে এবার মিঠাই নয় বন্ধ হচ্ছে আর একটি সিরিয়াল। জি বাংলার অন্যান্য ধারাবাহিকের তুলনায় ‘সোহাগ জল’-এর অবস্থা ভীষণই খারাপ।এখন এই সিরিয়ালটি জি বাংলার পর্দা থেকে বিদায় নিচ্ছে।

Back to top button