বিনোদন

‘বাবুউউ’কে টাইট দিতে আবারও বিয়ের পিঁড়িতে পর্ণা, ধারাবাহিকে আসছে নতুন চমক

জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটিতে এখন টানটান উত্তেজনাময় পর্ব চলছে। এখন ‘নিম ফুলের মধু’তে পুনরায় বিয়ের একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন একটি প্রোমো। যে প্রোমোতে দেখানো হয় দত্ত বাড়িতে সৃজন এবং তিন্নির বিয়ের আসর বসছে।এই প্রোমো দেখেই বেশ নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হল সৃজনের বিয়ের আগেই বিয়ের পিঁড়িতে বসেছে পর্ণা।

দত্ত বাড়ির ছেলেকে ভুলে সে তার অফিস কলিগের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছে। এমনই একটি ছবি হাতে আসে সৃজনের। অফিসের কাজে পর্নাকে কলিগদের সঙ্গে বাইরে যেতে হয়। এতে পর্নার উপর বেজায় চটেছে সৃজন। এদিকে সৃজন এবং পর্নার এই ভুল বোঝাবুঝিকে হাতিয়ার করে তাদের চিরতরে আলাদা করে দিতে চাইছে সৃজনের দাদা এবং বৌদি।

তারা ল্যাপটপে ফটো এডিট করে পর্নার সঙ্গে তার অফিস কলিগের বিয়ের একটা ছবি বানায়। তারপর সেটাই সৃজনকে দেখায়। এদিকে এই সুযোগকে হাতিয়ার করে কৃষ্ণাও তার ‘বাবুউউ’র বিয়ে অন্যত্র দেওয়ার প্রস্তাব রাখে। যদিও বিয়েটা অবশ্য শেষমেষ হয়ে উঠবে না। কারণ পর্না আবার ভৈরবীর বেশ নিয়ে বিয়ের মন্ডপে এসে হাজির হবে। আপাতত পর্নার সঙ্গে তার অফিস কলিগের বিয়ের ছবি দেখে দত্তবাড়িতে তোলপাড় শুরু হয়েছে।

এই ছবি দেখে ঠাম্মি, বর্ষা এবং জেঠিমা বিশ্বাস না করলেও বাড়ির আর সকলে পর্নাকে দায়ী করতে থাকেন। সৃজনও নিজের স্ত্রীকে অবিশ্বাস করতে শুরু করে। আর এই কারণেই তিন্নিকে বিয়ে করার জন্য সে রাজি হয়ে যাবে।

Back to top button