বিনোদন

চলতি বছর নয় বরং আগামী বছর বক্সঅফিসে ঝড় তুলতে আসছে ‘পুষ্পা টু’

২০২১ সালে মুক্তি প্রাপ্ত ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। কথা ছিল চলতি বছরই মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু শেষমেশ সেটি আর হচ্ছে না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

যদিও এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের তরফ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “পরিচালক সুকুমার সিনেমাটি খুব যত্ন নিয়ে নির্মাণ করছেন। এজন্য তার আরো সময় প্রয়োজন। মূলত সেকারণেই ২০২৪ সালের মে মাসের আগে মুক্তি পাবে না ‘পুষ্পা টু’।’’

২০২২ সালের শুরুর দিকে ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তারপর চিত্রনাট্য নিয়ে কাজ করেন। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের শেষের দিকে ক্যামেরা ওপেন করেন নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি টাকা । শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি টাকা । ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি টাকা , সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি টাকা ।

Back to top button