বিনোদন

গান নয়, এবার অভিনয় জগতে আসছেন জনপ্রিয় ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভুবন বাদ্যকর! জানালেন নিজেই

নেট দুরিয়ার সঙ্গে যুক্ত হয়েও ‘কাঁচা বাদাম’ গানটি শোনেননি এরকম খুব কম লোকই আছে। এই গানটি ভাইরাল হওয়ার সাথে সাথে চারিদিকে যেমন ছড়িয়ে পড়েছিল তেমনি এই গানের গায়ক ভুবন বাদ্যকর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।টলি, বলি থেকে শুরু করে বিদেশের তারকারা এই গানে কোমর দুলিয়েছেন।যদিও গত কয়েকমাস ধরে সময়টা ভালো যাচ্ছিল না ‘বাদাম কাকু’। তার বিখ্যাত কাঁচা বাদাম গানটি চুরি করে নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন তিনি। দুর্দশার মধ্যে দিন কাটছেন তিনি এবং তার পরিবার, এমনকি নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতেও থাকতে হয়েছে তাকে।

একজন মানুষ জীবনে ভালো থাকার জন্য যা যা চেয়ে থাকেন সবটাই ভুবন কাকু ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে পেয়েছেন। কিন্তু এই গান নিয়ে তাকে অনেক সমস্যার সমুক্ষিন হতে হয়েছিল। কিন্তু অবশেষে ‘বাদাম কাকু’র ভাগ্য ফিরেছে। গান হয়, এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি।

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা ভুবন কাকুকে এবার এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে। জানা গিয়েছে, ১ এপ্রিল অর্থাৎ গতকাল থেকে শুরু হওয়া এক ধারাবাহিকে বাবার চরিত্রে দেখা যাবে ‘কাঁচা বাদাম’ খ্যাত এই শিল্পীকে।
এতদিন আপনারা ভুবনকে গায়ক হিসেবে চিনতেন। তবে এবার অভিনয় জগতেও নিজের প্রতিভা দেখতে চলেছেন তিনি। জীবনটিকে অন্যদিকে ঘোরাতে পেরে খুবই খুশি ‘বাদাম কাকু’। এই বিষয়ে তিনি জানান, প্রায় তিন মাস আগে শ্যুটিং করেছেন। মেয়ের বাবার চরিত্রে তাঁকে দেখতে পাবেন আপনারা।

জানা যাচ্ছে, ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা নায়িকার বাবা হয়েছেন তিনি। গল্পে ভুবন বাবু প্রেম করে বিয়ে করার বিরুধী, কিন্তু তার মেয়ে বাবার এই নিয়মের বিরোধিতা করে নিজের পছন্দের ছেলের সাথেই বিয়ে করে সে। এই বিষয় নিয়ে গড়ে উঠেছে ধারাবাহিকের গল্পটি। এছাড়াও দুদিনের অভিনয় তিনি কত টাকা পেয়েছেন সে কথাও জানান ভুবন বাবু। তিনি দুদিনের অভিনয়ে ৪০ হাজার টাকা পেয়েছেন।ভুবন বাবু জানান, ” এতদিন গানের মাধ্যমে সকলের মন জয় করেছি। এবার অভিনয়ের সুযোগ পেলাম তাই করছি, পরে এমন সুযোগ আসলে আরও করব “

Back to top button