বিনোদন

Nora Fatehi: করোনা আক্রান্ত নোরা ফাতেহি, বিছানা ছেড়ে উঠতে পারছেন না অভিনেত্রী

করোনার তৃতীয় ঢেউ আবারও আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে সমগ্র বিশ্বে। ইতিমধ্যেই করিনা কাপুর (Kareena Kapoor Khan), সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সহ বহু সেলিব্রিটি করোনায় আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল নোরা ফতেহি (Nora Fatehi)-র নাম।

ভ্যাক্সিন চালু হওয়ার পর থেকেই সেলিব্রিটি সহ সাধারণ মানুষ ভেবে নিয়েছেন, ইচ্ছামতো পার্টি করতে পারবেন, ভিড় জমাতে পারবেন। অধিকাংশ মানুষের ধারণা, ভ্যাক্সিন তাঁদের করোনার বিরুদ্ধে একশো শতাংশ ইমিউনিটি যোগাচ্ছে। কিন্তু কোনো ভ্যাক্সিনের প্রাথমিক পর্যায়ে তা সম্ভব নয়। ফলে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। নোরা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। নোরার উপসর্গ মৃদু নয়। বরং বিছানা ছেড়ে এই মুহূর্তে ওঠার ক্ষমতা তাঁর নেই। কোভিড টেস্ট করার আগে থেকেই শরীরে অস্বস্তি বোধ করায় নোরা ঘরবন্দি ছিলেন। কোভিড টেস্ট পজিটিভ আসার পর বর্তমানে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন নোরা।

সম্প্রতি নোরার মুখপাত্র দ্বারা জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত প্রোটোকল মেনে কোয়ারেন্টিনে রয়েছেন নোরা। এই মুহূর্তে তাঁর আগের ইভেন্টের ছবি ভাইরাল হলেও গত কয়েক দিন বাড়ি থেকে বেরোননি তিনি।

অপরদিকে নোরা করোনা সচেতনতার বার্তা দিয়ে তাঁর অনুরাগীদের মাস্ক পরতে ও স‍্যানিটাইজার ব্যবহার করতে অনুরোধ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

Back to top button