‘আমি সত্যি জানতে চাই তুমি সিদুঁরটা কার জন্য পর’-নুসরাতের দিওয়ালি সাজ নিয়ে কটাক্ষ নেটিজেনদের

দীপাবলি মানেই আলোর উৎসব। এদিন সারিবদ্ধ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে গোটা বাড়ি সাজানো হয়। অনেকে আবার এদিন রঙ্গোলি তৈরি করে ঘর সাজায়, অতিথি নিমন্ত্রণ জানায়, মিষ্টি মুখ করে। ঠিক এরকম একটি সুন্দর রাতে সেজে ওঠেন নুসরত জাহান (Nusrat Jahan)। ঘন বেগুনি রঙের লেহেঙ্গা বা শাড়িতে প্রদীপ হাতে দীপাবলি উৎসবে মাতেন তিনি। খোলা চুল, চোখে মুখে আলোর দীপ্তি, সবেতেই তিনি বেশ মোহময়ী।
View this post on Instagram
নুসরত তার নিজের জীবনের প্রতিটা পদক্ষেপ নিজে নিয়েছেন, সমালোচিত হয়েছেন, লড়াই করেছেন, আবার কঠিন সমালোচনার মধ্যে দিয়েও তিনি অভিনয় জগতে ফিরেছেন। চলতি বছরে নুসরত জাহান ছিলেন সমালোচনার শীর্ষে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের চোখে তিনি সমালোচিত। বিয়েকে সহবাস আখ্যা দেওয়া অনেকেই মেনে নিতে পারেননি, এর উপর মুসলিম ধর্মের হয়েও হিন্দুদের সর্বজনীন উৎসবে যোগদান অনেকের কাছে চোখের বালি।