বিনোদন

TRP-র কারণে রাতারাতি বদলে যাচ্ছে স্টার জলসার একাধিক সিরিয়ালের স্লট, নতুন সময়সূচি দেখেনিন একনজরে

গত কয়েক সপ্তাহে, জি বাংলা টিআরপির দিক থেকে স্টার জলসার টিআরপি ভীষণ কম । প্রথম পাঁচে অনুরাগের ছোয়া ছাড়া আর কোনো সিরিয়াল নেই। এই সময়ে জগদ্ধাত্রীজীকে বেঙ্গল টপার বলা যেতে পারে। আর এই সিরিজকে কিছু কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে, স্টার জর্থার পরিবর্তে একটি নতুন সিরিজ ঘোষণা করেছে। স্টার জলসাতে সন্ধ্যা সাতটার সময় আসছে তুঁতে (Tunte) নামের সিরিয়ালটি। সম্প্রতি চ্যানেলে তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই টাইম স্লট।

এই নতুন ধারাবাহিকে অভিনয় করছেন সৈয়দ আরেফিন ও দীপান্বিতা হাজরা। গত কয়েকদিন ধরে এই সিরিজ নিয়ে তুমুল আলোচনা চলছে। কিছু দর্শক অনুমান করছেন যে নতুন সিরিজটি সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।

সাম্প্রতিক মাসগুলিতে গাঁটছড়া জনপ্রিয়তা একেবারে তলানিতে পৌঁছেছে। চলে গেছেন সিরিজের নায়িকা । আর এবার গাঁটছড়ার বদলে সন্ধ্যে ৭টায় দেখা যাবে তুতে ধারাবাহিকটি ।
তবে গাঁটছড়া ভক্তদের জন্য সুখবর। এখনই বন্ধ হবেনা এই ধারবাহিক । নতুন ধারাবাহিকটি এই স্লটে প্রচারিত হবে এবং যারা গাঁটছড়া দেখতে আগ্রহী তারা রাত 10:30 থেকে এটি দেখতে পারবেন। 5 জুন থেকে শুরু হবে নতুন সময়ে।

গোধুলী আলাপ এখন রাত 10:30 টায় প্রচারিত হয়।এই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হবে। আর এই জায়গায় দেখা হবে গাঁটছড়া ধারাবাহিক । সুতরাং এটা অনুমান করা নিরাপদ যে দর্শকরা 5 জুন থেকে স্টার জলসার সময় পরিবর্তন দেখতে শুরু করবে।

Back to top button