বিনোদন

পুজো শেষ হতেই হলিডে মুডে ফিরলেন মোনালিসা, বিকিনিতে ভাইরাল ‘ঝুমা বৌদি’র হট ছবি

ভোজপুরীর জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। তবে তিনি ঝুমা বৌদি নামেই বেশি পরিচিত। লকডাউনের সময় বাড়িতে থেকে শরীর চর্চা করে ঝরে ফেলেছেন মেদ। শুধু তাই নয়, লকডাউনে নানারকম ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী মোনালিসা। তবে মাঝে মাঝে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে।

অভিনয় -মডেলিং এর পাশাপাশি মোনালিসা বেশি সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়াতে। তিনি মাঝে মাঝেই তার ফ্যানেদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেন বিভিন্ন ছবি ও ভিডিও। সম্প্রতি মোনালিসা নতুন ছবি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। আর সেই ছবি পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

সম্প্রতি শেষ হয়ে গেছে নবরাত্রি ও দূর্গা পূজা। আর উৎসব শেষ হতেই মোনালিসা এখন রয়েছেন হলিডে মুডে। তার পোস্ট করব একটি নতুন ছবিতে দেখা গেছে তাকে কালো রঙের একটি বিকিনি পরে সুইমিং পুলের পশে পোজ দিতে। আর পুলের ধারে সেই ছবি পোস্ট করে মোনালিসা নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে উল্লেখ করেছেন।

 

View this post on Instagram

 

💗💗💗…. #holiday #mood #tuesday #vibes #pool #waterbaby

A post shared by MONALISA (@aslimonalisa) on

Back to top button