মডেলিং করেই পেলেন সিরিয়ালের প্রস্তাব! জানুন জি বাংলার ‘জগদ্ধাত্রী’র আসল পরিচয়

একটা সময় টানা বেশ কয়েক সপ্তাহ ধরে টপার হওয়ার সুযোগও ছিল ‘জগদ্ধাত্রী’র হাতে। জি বাংলার ‘মিঠাই’য়ের পরেই নাম উঠে আসে ‘জগদ্ধাত্রী’র। একেবারে আনকোরা নতুন জুটিকে নিয়ে জি বাংলাতে শুরু হয়েছিল এই নতুন ধারাবাহিকটি। স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকরা খুবই পছন্দ করছেন এখন। আজ এই প্রতিবেদনে রইল ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের আসল পরিচয়। প্রথম ধারাবাহিকে কার্যত বাজিমাত করে দিয়েছেন অঙ্কিতা।
বাংলাতে বেশ নামডাক হয়েছে এখন তার। শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে অভিনেত্রী অঙ্কিতার শিকড়টাই আসলে রয়ে গিয়েছে বাংলাদেশে। জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা’র জন্ম ২০০১ সালে। সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। তারপর উচ্চশিক্ষার জন্য কলকাতায় আশুতোষ কলেজে ভর্তি হন তিনি।
অভিনয় শুরু করার আগে তিনি মডেলিংও করতেন। অঙ্কিতা মডেলিং করতে করতেই সিরিয়ালের প্রস্তাব পেয়েছিলেন। তাও আবার শুরুতেই জি বাংলার জগদ্ধাত্রীর মত সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর পাঁচটা নায়িকার তুলনাতে একেবারেই আলাদা এই চরিত্র।
মাত্র ২১ বছর বয়সে নিজের চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন অঙ্কিতা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তার অনেক জনপ্রিয়তা তৈরি হয়েছে।