শাক্যর জন্মদিনে দুর্দান্ত সেলিব্রেশন মিঠাই রানীর, মা-ছেলের ছবি দেখে প্রশংসায় ভরালো দর্শকরা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই সিরিয়ালটি। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। বর্তমানে মিঠাই-সিদ্ধার্থ ছাড়াও অনুরাগী মহলে বেশ নাম কুড়িয়েছে তাদের ছোট্ট ছেলে শাক্য ওরফে ‘ধৃতিস্মান চক্রবর্তী’।
ধারাবাহিকের গল্প অনুযায়ী মাকে না পেয়ে বাবার সাথেই শাক্যর দিন কাটছিল। এখন অবশ্য মায়ের মত দেখতে মিঠি এবং মা ‘মিঠাই’, দুজনকেই কাছে পেয়েছে শাক্য। তবে দেখা গেছে মিঠাইয়ের পর্দায় খুদে শুধু একা শাক্য নয়, সেই দলে নাম লিখিয়েছে মিঠাই ও সিদ্ধার্থ মেয়ে মিঠিও। তবে শাক্যর সাথে অন স্ক্রিনে মিঠাইয়ের যেরকম সম্পর্ক, অফস্ক্রিনে ও কিন্তু দুর্দান্ত খুনসুটিপূর্ণ সম্পর্ক।
সবসময় তাদের মধ্যে দুষ্টুমি চলতে থাকে। কিছুদিন আগেই ধৃতিস্মান ওরফে শাক্যর জন্মদিন ছিল আর সেই কারণেই বিশেষ ছবি সকলের সাথে ভাগ করে নিলেন অন স্ক্রিন মা মিঠাই।
শাক্যর বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী আর সাথে লেখেন ‘শুভ জন্মদিন পার্টনার’। তার এই পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে ওঠে। ভক্তদের মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স।