বিনোদন

Mithai : মিঠাই-সিদ্ধার্থর বিবাহবার্ষিকী! ধারাবাহিকের গল্পে নতুন মোড়

মিঠাই-এর মনোহরার স্বাদে মজে গোটা মোদক পরিবার। পরিবারের প্রায় সকলেরই নয়নের মণি মিঠাই। ধারাবাহিকে উচ্ছেবাবু ও তুফান মেল-এর খুনসুটি দর্শকদের খুবই পছন্দের। সিদ্ধার্থ রেগে গিয়ে তাঁর স্ত্রীকে ‘ননসেন্স’ -ই বলুক বা ‘স্টুপিড’, মিঠাই-সিদ্ধার্থকে ছাড়া অনেকেরই সন্ধ্যের আসরটা ঠিক জমে না। মিঠাই-এর জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বাংলায়। বর্তমানে বাংলার ১নং ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। মাঝে বেশ কয়েকসপ্তাহ নিজের প্রথম স্থান হারালেও এখন সিদ্ধার্থ ও মিঠাইয়ের গদগদ প্রেম আবারো এই ধারাবাহিককে ফিরিয়ে দিয়েছে তার এক নম্বর স্থান।

সম্প্রতি ‘মনোহরা’য় ফিরেছে ওমির দাদা আদিত্য আগরওয়াল। যা দেখে পরিবারের সকলের মনেই চিন্তা শুরু আবার কোনো বিপদ আসবে নাকি ।আর ঠিক সেটাই হলো। ভাই অমির মৃত্যুর প্রতিশোধ নিতেই ফের মিঠাই পরিবারে ফিরেছে আদিত্য। যদিও এখনো আদিত্য তার প্ল্যান কোনো ভাবেই মোদক পরিবারের কাউকে বুঝতে দেয়নি।

আর এ সবের মাঝেই খুশির খবর। এক বছর হয়ে গেলো মিঠাই-সিদ্ধার্থের বিয়ের । আর এই দিনটার কথা কি মিঠাই ভুলতে পারে! কিন্তু সিদ্ধার্থ? তার কি আদৌ কিছু মনে আছে? সেটাই দেখার পালা ।মোদক পরিবারের প্রায় সকলেই চেষ্টা করছে সিদ্ধার্থর কিছু মনে আছে নাকি ল দাদার মনের কথা জানতে মাইন্ড গেম শুরু করে নীপা। তবুও মুখে কুলুপ এঁটে থাকে সিড।

এই বিশেষ দিনে মিঠাই তার উচ্ছে বাবুর জন্য ঠাকুরের কাছে পুজো দেয়। এমনকি শুধু তাই নয়, কায়দা করে উচ্ছেবাবুকে ঠিক প্রণামও করে নেয়। কিন্তু অন্যদিকে সিদ্ধার্থ কিছুই বুঝতে দেয়নি । তাহলে কি মিঠাইয়ের জন্য কোনো বিশেষ চমক রেখেছে সিদ্ধার্থ? নাকি ঘটবে কোনো বড় বিপদ? জানতে দেখতে হবে মিঠাই ধারাবাহিক। রোজ সন্ধ্যে ৮টা।

Back to top button