বিনোদন

Mithai: ‘টনিক সিনেমার গল্প টুকে’ চলছে মিঠাই, সিরিয়াল নিয়ে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

ফের বেঙ্গল টপার ‘গাঁটছড়া’। ‘মন ফাগুনও এক ধাক্কায় উঠে এসেছে তিন থেকে দুই নম্বরে। ‘খড়ি ও পিহু’র টক্করে ‘মিঠাই’ অল্প পিছলেও একেবারে কুপোকাত হয়নি। পাঁচ থেকে উঠে এল তিন নম্বরে। সহচরী আবার ফড়িং-এর পাশের স্থানটি নিয়েছে। এদিকে ধুলোকণা চলে গিয়েছে পাঁচে। ‘উমা’কে এবার মনে ধরেনি দর্শকদের। খড়কুটোও বেপাত্তা। এদিকে ‘অনুরাগের ছোঁয়া’ পর্দায় আসতে না আসতেই দর্শকের মনে ঘাঁটি গেড়েই ফেলছে।

বলা বাহুল্য, মিঠাই-এর ‘গোপাল হেলেপ’ বুলি আওড়ানো হয়ত একঘেয়েমি লাগছে দর্শকের। তাঁদের নতুন স্বাদে প্রথম স্থান পেয়ে গিয়েছে ঋদ্ধি ও খড়ির মধ্যে বুনতে থাকা ভালোবাসার গল্প। এদিকে ঋষি পিহুর ম্যাজিকও বেশ পছন্দ করছে দর্শক। তাই স্থান তৃতীয় হলেও টিআরপি রেটিং বেড়েছে।

মিঠাই-এর নতুন এক পর্বে দেখানো হয় দাদাই এবং ঠাম্মি পাহাড়ে ঘুরতে গিয়ে ঘোড়া চড়ছেন, পাহাড়ে শীতের রাতে একসঙ্গে বসে ড্রিঙ্ক করছেন! ড্রিংক করার পর ঠাম্মাকে ধরে ধরে হোটেলের ঘর পর্যন্ত পৌঁছে দেয় সিদ্ধার্থ এবং মিঠাই। আর একই রকম দৃশ্য দেবের ‘টনিক’ সিনেমাতেও দেখানো হয়েছিল কিছুদিন আগেই । আর সেই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় অনেকেই মন্তব্য করেছেন মিঠাই সিরিয়ালটিতে আসলে কপি করা হয়েছে টনিক সিনেমার ওই দৃশ্য।

প্রসঙ্গত, ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পর্বে মিঠাই এবং সিদ্ধার্থের প্রেম দেখাতে গিয়েই সব কিছু গড়বড় করে ফেলছে চ্যানেল কর্তৃপক্ষ বলে মনে করা হচ্ছে । পর্ব প্রচারের আগে প্রোমোতে দেখানো হয়েছিল পাহাড়ে ঘুরতে গিয়ে মিঠাইকে প্রপোজ করবে সিদ্ধার্থ। বউকে জানাবে নিজের মনের কথা। আর শেষ পর্যন্ত স্বপ্ন পরিণতি পায় বাস্তবে।

জমে উঠেছে মিঠাই ও উচ্ছেবাবুর প্রেমের গল্প আর তার মাঝেই এলো এই কপি করার অভিযোগ। সপ্তাহ শেষে জানা যাবে মিঠাইয়ের স্থান কোথায় গিয়ে পৌঁছলো।

Back to top button