বিনোদন

‘পচা আন্টি’ই বলেছে ডিভোর্সের কথা, সূর্যের কাছে মিশকার ষড়যন্ত্র ফাঁস করলো রুপা! জেনেনিন আসল ঘটনাটি

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। জনপ্রিয়তার সাথে সাথে টিআরপির তালিকাতেও শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। তবে বহুদিন দিন গল্পের নায়ক -নায়িকা মিল না হওয়ার কারণে কিছুটা হতাশ হয়ে পড়েছিল দর্শক। তাই এবার নতুন চমকে ভরিয়ে দিচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এরই মধ্যে প্রকাশ্যে সিরিয়ালের নতুন একটি ভিডিও ক্লিপ।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, সূর্যের বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে হাসপাতালে ছুটে আসে দীপা। তারপর সূর্যের সামনে দিপাকে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ জানায় সূর্যের বাবা। শশুরমশাইয়ের অনুরোধে অবশেষে দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। কিন্তু দীপা হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। তখন সূর্য দীপার সামনে এসে দাঁড়ায়। সূর্য বলে যে, সে তার বাবাকে কথা দিয়েছে তাহলে কেন এখন সে চলে যাচ্ছে?

যদিও দীপার কথা সে কোনো প্রশ্নের উত্তরই দেবে না। বরং সে জানায় তার সন্তানকে যতদিন না এই বাড়িতে স্বীকৃতি দেওয়া হবে সে ততদিন এই বাড়িতে ফিরবে না। এই বলে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায় দীপা। ওদিকে সূর্য আবার মনে মনে ভাবতে থাকে দীপার যাওয়ার জন্য আবারও বাড়ির সবাই তাকে দায়ী করবে। আর তাই সে ভাবে এবার রূপা ও দীপা দুজনকেই এই বাড়িতে ফিরিয়ে আনবে। ওদিকে মিশকা দীপাকে ফোন করে। সেই ফোন রুপা তোলে।

আর দীপা ফোন ধরেছে এই ভেবে মিশকা তাকে বলতে থাকে যে, সূর্যকে ডিভোর্স দিতে হবে। নাহলে সে তার সন্তানদের শেষ করে দেবে। আর এরই মধ্যে সেখানে সূর্য এসে পড়ে। এরপর সূর্য রুপাকে প্রশ্ন করে সে ফোনে কার সঙ্গে কথা বলছে। তখন রুপা সূর্যকে সবটা বলে দেয় যে, পচা আন্টি নাকি ফোন করে বলছে তার বাবাকে মা যাতে ডিভোর্স দেয়। নাহলে সন্তানদের শেষ করে দেবে। এরপরই রুপা সূর্যকে বলে, আমি তো মায়ের একটাই সন্তান। তাহলে পচা আন্টি কেন বললো সন্তানরা। রুপার মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় সূর্য।

তাহলে কি এবার মিশকার মুখোশ খুলে যাবে সূর্যর কাছে? তবে, প্রকাশ্যে আসা সিরিয়ালের ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর তাই এটি কতটা সত্যি তা নিয়ে দোটানা থেকেই যায়।

Back to top button