‘প্রেমিকে’র নাম ফাঁস করলেন গাঁটছড়ার ‘খড়ি’ শোলাঙ্কি! কাছের মানুষকে জানালেন শুভেচ্ছাও

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শোলাঙ্কি রায়। বর্তমানে তিনি এখন স্টার জলসায় গাঁট ছড়া ধারাবাহিকে অভিনয় করছেন। তবে তিনি ইচ্ছে নদী সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রেখে ছিলেন। এরপর ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। শোলাঙ্কি রায় তার অভিনয়ের দ্বারা বারবার দর্শকদের মন জয় করেছেন। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও আগ্রহী থাকেন তার অনুগামীরা। অভিনেত্রী শোলাঙ্কি বিবাহিত, নাকি সেপারেটেড, নাকি ডিভোর্সি, এই নিয়ে জল্পনা থেকেই গেছে।
তবে কিছু বছর আগে অভিনেত্রী বিয়ে করেছিলেন। তিনি ছিলেন তার ছোটবেলার বন্ধু শাক্য। বিয়ের পর স্বামীর সঙ্গেই বিদেশে গিয়েছিলেন শোলাঙ্কি। কিন্তু সেখানে বেশিদিন থাকেননি তিনি। বিদেশ থেকে ফিরে নতুন করে অভিনয় কেরিয়ার শুরু করেন শোলাঙ্কি। আর তারপর থেকে তার স্বামীর সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।তবে অনেকেই অনুমান করেছেন শোলাঙ্কি আর তার স্বামীর সঙ্গে থাকেন না, তিনি নাকি স্বামীর থেকে আলাদা থাকেন এখন।
সেই সঙ্গে টলিউডেরই এক পরিচালক তথা অভিনেতার সঙ্গে শোলাঙ্কির প্রেমের জল্পনা শোনা যেতে থাকে। তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অনুমান করা হয় এখন নাকি গোপনে দুজনে প্রেম করছেন। সৌরভ চক্রবর্তীর ‘সাড়ে সাঁইত্রিশ’ ছবিতে অভিনয় করতে গিয়ে পরিচালক তথা অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে শোলাঙ্কির প্রথম আলাপ হয়। এরপর থেকেই তাদের দুজনের প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে।
সোহমের জন্মদিন উপলক্ষে অভিনেত্রী একটি পোস্ট করেছে। অভিনেত্রীর সেই পোস্ট ঘিরে জল্পনা আবার তুঙ্গে উঠলো। ৪ এপ্রিল ছিল সোহম মজুমদারের জন্মদিন। এদিন সোহমের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন শোলাঙ্কি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “শুভ জন্মদিন, তুমি সারা জীবন এমন পাগল থেকো সোহম।” শুভেচ্ছার উত্তর দিয়েছেন সোহমও। তবে অভিনেতা সোহম এবং অভিনেত্রী শোলাঙ্কি দুজনেই কিন্তু তাদের এই সম্পর্কটাকে প্রথম থেকেই বন্ধুত্বের সম্পর্ক বলে দাবি করে এসেছেন।