কাপড়ের অভাব না অন্য কোনো কারণ! ইন্দিরার পরনে মিঠাইয়ের শাড়ি! রেগে উঠলেন মিঠাই ভক্তরা

বাঙালিদের বিনোদনের অন্যতম মাধ্যম হলো বাংলা ধারাবাহিক। ধারাবাহিকগুলো জনপ্রিয় হওয়ার সাথে সাথে গল্পে নায়িকার বিভিন্ন সাজপোশাকও দর্শকদের মনে গেথে যায়।এর আগেও অনেকবার নায়িকাদের পোশাক দর্শকদের এতো ভালো লেগে যায় যে সেই ধরণের শাড়ি ,ব্লাউজের কেনার জন্য মহিলাদের ভিড় লেগে যায়।
তবে এই ধারাবাহিকের নায়িকাগুলি যদি নিজেদের মধ্যে সেই জামা কাপড় আদান প্রদান করে এই জিনিসটা আবার বহু দর্শক পছন্দ করে না। আর এই নিয়ে তাদের মধ্যে তর্ক -বিতর্ক চলে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। টানা দু বছর এই ধারাবাহিক জনপ্রিয়তার তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে।
মিঠাই যখন ধারাবাহিকে ছিল না তখন মিঠি এসে ধারাবাহিকটিকে একই ভাবে জমিয়ে রেখেছিল। তবে মিষ্টি মেয়ে মিঠাইকে ভক্তরা ভীষণ মিস করছিল। তার অভিনয়ে, ভাঙাচোরা ইংরেজি, মুখের ওপর কথা এসব কিছু ভীষণভাবে মিস করছিল দর্শক। আর তাই নির্মাতারা মিঠাইকে আবার গল্পে ফিরিয়ে আনে। টিআরপি তালিকাতেও একটু একটু করে ভালো জায়গায় ফিরছে ধারাবাহিক। আর এবার এই মিঠাই ধারাবাহিকের কপি দেখা গেলো মিঠাই ধারাবাহিকে।
মিঠাইয়ের পরনের শাড়ি এবার দেখা গেলো বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়িকা ইন্দিরার পরনেও। দুই ধারাবাহিকের নায়িকার পরনে দেখা গেলো একই শাড়ি।এই সব দেখার পর রীতিমতো ট্রলের শিকার হয় বাংলা মিডিয়াম। অনেকে মনে করছেন টিআরপি এবং দর্শকদের মন জয় করতে মিঠাইয়ের কপি করছে এই ধারাবাহিক।