বিনোদন

কঙ্গনাকে বিশেষ ‘Y’ ক‍্যাটেগরির নিরাপত্তা, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী

হিমাচল প্রদেশের পর এবার কেন্দ্রীয় সরকার কঙ্গনাকে বিশেষ ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে। এক থ্যানুসারে এমনটাই জানা গিয়েছে। নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য কঙ্গনা রানাউত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তীব্র সংঘাতে জড়িয়েছেন। আর এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যেই ৯ সেপ্টেম্বর কঙ্গনা মুম্বইয়ে পা রাখতে চলেছেন।

তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য অভিনেত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। টুইট তিনি লিখেছেন, ‘এতে প্রমান হলো কোনও ফ্যাসিবাদী এবার দেশভক্তের কণ্ঠরোধ করতে পারবে না। আমি অমিত শাহজির প্রতি কৃতজ্ঞ। উনি চাইলে এই পরিস্থিতিতে কিছুদিন পর আমাকে মুম্বই আসতে বলতেন। ভারতের এক মেয়ের কথার ম্যান রেখেছেন। আমার আত্মাভিমানের গুরুত্ব দিয়েছেন। জয় হিন্দ।’

সম্প্রতি এক তথ্যানুসারে জানা গিয়েছিলো, হিমাচল প্রদেশ সরকার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সুরক্ষা করবে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর নিজ রাজ্যের ডিজিপিকে এমনই নির্দেশ দিয়েছেন। কিছুদিন আগেই অভিনেত্রী হিমাচল প্রদেশ সরকারের সুরক্ষার জন্য কাছে আবেদন করেছিল।

Back to top button