আফ্রিকার বিখ্যাত জঙ্গলে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, নতুন বছরের শুরুতেই নতুন চমক দিলেন সৃজিত
সৃজিত মুখার্জী (Srijit Mukherji)-কে দেখে মনে হচ্ছে, আগামী বছর আবারও রাজপাট সামলাতে চলেছেন তিনি। কারণ সৃজিত একের পর এক চমক দিয়েই যাচ্ছেন। ‘লহ গৌরাঙ্গের নাম’ -এর পর এবার তাঁর চমক ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Gangopadhyay) সৃষ্ট চরিত্র ‘কাকাবাবু’ একসময় পূজাবার্ষিকী আনন্দমেলার মূল আকর্ষণ ছিল। আনন্দমেলার পাতা পেরিয়ে তা ক্রমশ উঠে এসেছে বড় পর্দায়। এবার ‘কাকাবাবু’ সিরিজের অন্যতম কাহিনী ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে সৃজিত তৈরি করতে চলেছেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। কাকাবাবুর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনয় করছেন। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ফিল্মের টিজার। এবার এল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ট্রেলার যাতে চমকে দিলেন সৃজিত। ট্রেলারে দেখা যাচ্ছে পরিচালনার পাশাপাশি এই ফিল্মে অভিনয় করছেন তিনি।
এর আগেও ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘ইতি মৃণালিনী’ সহ বহু ফিল্মে অভিনয় করেছেন সৃজিত। নিজের পরিচালিত ফিল্ম ‘উমা’তেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এ তাঁর অভিনীত চরিত্র ক্যামিও না গুরুত্বপূর্ণ, তা এখনও বোঝা যাচ্ছে না। বহুদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। প্রসেনজিৎ অভিনীত ‘কাকাবাবু’-কে দেখতে অপেক্ষায় দর্শকরাও। এই ফিল্মে সন্তুর চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক (Aryan Bhowmik)। অমল রায়ের ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। অনির্বাণ জানিয়েছেন, মূল কাহিনীর তুলনায় ফিল্মের চরিত্র অনেকটাই আলাদা। তবে সম্পূর্ণ রহস্য এখনই উন্মোচিত করতে চান না অনির্বাণ। কারণ অমল রায় চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
করোনা পরিস্থিতির সময় লকডাউনের আগেই আফ্রিকায় এই ফিল্মের শুটিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ,আরিয়ান,অনির্বাণরা। লকডাউন শুরু হতেই ফিরে আসতে হয় শুটিং ইউনিটকে। ফিরে আসার পর সৃজিত জানান, সৌভাগ্যক্রমে তাঁরা আগেই শুটিং সম্পন্ন করতে পেরেছিলেন। পরে কলকাতায় ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ হয়। চলতি বছরের বড়দিনে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। 2022 সালের 4 ঠা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। ফিরছেন কাকাবাবু, সঙ্গে সন্তু।