
বিজেপিতে এবার নাম লেখালেন ছোটপর্দার রাম হিসেবে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা অরুন গোভিল।বিজেপি বৃহস্পতিবার ১৪৮ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে। আর সেই তালিকা থেকে জানা যাচ্ছে বিজেপির প্রার্থী হচ্ছেন মুকুল রায়, রাহুল সিনহা, রথীন চক্রবর্তী, জগন্নাথ সরকার, টলিউডের রুদ্রনীল ঘোষ, এবং অসীম সরকার।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা ৯০ এর দশকে রামানন্দ সাগরের হিট টেলিভিশন সিরিজ রামায়ণে ভগবান শ্রী রাম চন্দ্রের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আর তারপর থেকেই তিনি দর্শকদের মনে ভগবান রাম চন্দ্র রূপেই থেকে যান।
তিনি সম্প্রতি টুইটারে লিখেছেন “মানুষ আমায় জিজ্ঞাসা করেছিলেন আমি রামায়ণের জন্য কোনও পুরস্কার পেয়েছি কী না, সেই পরিপ্রেক্ষিতেই আমি জানিয়েছিলাম যে পাইনি। রাজকীয় পুরস্কারের আলাদা অস্তিত্ব থাকে কিন্তু দর্শকের ভালবাসার থেকে তা কখনই বড় নয়।”
প্রসঙ্গত, করোনা কালে দেশজুড়ে লকডাউন চলাকালীন সময়ে হিড়িক পরে যায় দূরদর্শনে ‘রামায়ণ’ দেখার। ছোট থেকে বড় সকল দর্শকই লকডাউনের সময় চুটিয়ে রামাযান দেখে। আর এবার সেই জনপ্রিয় অভিনেতা নাম লেখাচ্ছেন রাজনীতিতে।
मेरा मंतव्य, प्रश्न का उत्तर देना था।कोई अवार्ड पाने की आकांक्षा नहीं थी।
हालाँकि राजकीय सम्मान का अपना अस्तित्व होता है पर दर्शकों के प्यार से बड़ा कोई अवार्ड नहीं होता जो मुझे भरपूर मिला है। आप सभी के असीम प्रेम के लिए सप्रेम धन्यवाद 🙏! #Ramayan #AwardforRamayan https://t.co/mBEC74tK43— Arun Govil (@arungovil12) April 27, 2020