বিনোদন

এবার একসাথে মাকে খোঁজা হবে! বহুদিন পর হারানো ভাইকে খুঁজে পেলেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক

একসময় স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ‛মা’ সিরিয়ালের কথা আশাকরি কারোর অজানা নয়। টানা পাঁচ বছর চলেছিল এই ধারাবাহিক। মূলত মা-মেয়ের একে অপরকে খোঁজার কাহিনী নিয়ে গড়ে উঠেছিল এই ধারাবাহিক। আর এই সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনজয় করে নিয়েছিলেন শিশুশিল্পী তিথি বসু। আর এই সিরিয়ালই তাকে সাফল্য এনে দিয়েছে জীবনে।

তবে, সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক এখন আর ছোট্টটি নেই। সে এখন অনেক বড়ো হয়েছে। আর এই ‘মা’ ধারাবাহিকের ঝিলিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ দাস। কাজের সুবাদে একটা সময় একে অপরের সঙ্গে রোজ দেখা হলেও এখন আর তা হয়না।

তবে, এবার হঠাৎ করে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল দিদি ঝিলিকের। এদিন ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি ঝিলিক ওরফে তিথি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন যে, ‛বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী (ঝিলিক)! অবশেষে দিদিকে খুঁজে পেল তার ভাই! এবার একসঙ্গে মাকে খোঁজা হবে! অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যিই নিজের ভাই হয়ে গিয়েছে বুঝিনি’।

এছাড়াও ঝিলিক ওরফে তিথি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‛আচমকাই ভাইয়ের সঙ্গে দেখা। তিন বছর পর যেন পুরোনো ভাইকে খুঁজে পাওয়া। গল্ফগ্রিনে চা খেতে গিয়েছিলাম। সেখানেই দেখা হল। শুটিংয়ের সময়ে বিভিন্ন ঘটনার কথা মনে পড়ছিল’।

Back to top button