চেহারা নিয়ে শুনতে হয়েছিল দুর্নাম, একসময় প্রত্যাখ্যান হয়েও, আজ জনপ্রিয়তার চরম শিখরে সুদীপ মুখার্জী

ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, সর্বত্রই তার অভিনয় দক্ষতার প্রমাণ পেয়েছে দর্শকমহল। বাংলা ইন্ডাস্ট্রির এক সুপরিচিত মুখ ‘সুদীপ মুখার্জী’। একসময় ‘এরাও শত্রু’ সিরিয়ালের মাধ্যমে অধিক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সুদীপ জানিয়েছেন তাকে প্রথমবার অভিনয়ের সুযোগ করে দিয়েছিল অনিমেষ রায়।
তার প্রথম অভিনয়ে সহ- অভিনেত্রী ছিলেন জুন মালিয়া। এমনকি যিশু সেনগুপ্তও তাকে অনেকভাবে সাহায্য করেছিলেন।
পরিচালক দেবাংশু সেনগুপ্তর কথাও উল্লেখ করেন সুদীপ। বলেন দেবাংশু তাকে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দিয়েছিলেন। এরপর তার অভিনয় দেখেই তাকে প্রধান চরিত্র হিসেবে নির্বাচিত করেন।
একসময় এই জনপ্রিয় অভিনেতাকে চেহারার জন্য দুর্নামও দেওয়া হয়েছিল। তবে আজ তিনি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছালেও, অতীত বারবারই তার দরজায় এসে কড়া নাড়ে। সম্প্রতি এক টক শোতে এসেই সব কথাগুলো, অভিনেতা সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন। বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে ‘গুড্ডি’ ধারাবাহিকে নায়কের বাবার চরিত্রে।