মারা গেল অনুজ! তাহলে কি সিরিয়াল শেষের পথে? গুড্ডি ধারাবাহিকের নতুন মোর দেখে ক্ষুব্ধ দর্শকরা
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো গুড্ডি।বর্তমানে এই ধারাবাহিকের কাহিনী নিয়ে দর্শকরা বিরক্ত বোধ করলেও একসময় এই ধারাবাহিকটি দর্শকদের ভীষণ প্রিয় ছিল। গুড্ডি এবং অনুজের জুটি টি দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল। এক সাহসী মেয়ের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিকের কাহিনী।
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, ‘গুড্ডি’ বরাবরই দায়িত্ববান আইপিএস অফিসার হতে চেয়েছিলো। সেক্ষেত্রে পুলিশ অফিসার অনুজ ছিলো তার অনুপ্রেরণা! ঘটনা চক্রে সেই অনুজের সাথেই তার বিয়ে হয়েছিল। কিন্তু এর পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে গুড্ডি।
সম্প্রতি সিরিয়ালের গল্প দেখানো হয়েছে অনুজের মৃত্যু! যার ফলে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে ধারাবাহিকে। গুড্ডি আবার অনুজকে ভালোবাসতে শুরু করে, তাই তার মৃত্যুতে শোকাহত গুড্ডি; তা বলা বাহুল্য। ধারাবাহিকের এই নতুন মোর দেখে অনেকে মনে করছেন যে, অনুজের মৃত্যু দেখিয়ে লেখিকা ধারাবাহিকটিকে শেষ করতে চাইছে।
আপাতত দর্শকেরা অনুমান করছেন যে, এখানেই কি ‘গুড্ডি’ ধারাবাহিক শেষ? নাকি নতুন করে শুরু হবে কোনো গল্প। অনুজের মৃত্যুটা অনেকেই মেনে নিতে পারছে না। ধারাবাহিকের এই নতুন মোর দেখে অনেকে মনে করছেন যে, অনুজের মৃত্যু দেখিয়ে লেখিকা ধারাবাহিকটিকে শেষ করতে চাইছে।