বিনোদন

একসঙ্গে পেয়েছিলেন ৪০টি ছবির প্রস্তাব, তবুও আর কেন পর্দায় দেখা যায় না মহব্বতে’র সেই চকলেট বয়কে!

মোহাব্বতে ছবির সেই হ্যান্ডসাম নায়ককে সকলেরই মনে আছে তো? তার নাম ‘যুগল হংসরাজ’। তবে তাকে বলিউডের পর্দায় কয়েকটি সিনেমাতেই দেখা গিয়েছিল। সুদর্শন চেহারার এই নায়ককে এখনো অনেকেরই মনে রয়েছে। তবে বর্তমানে আর তাকে অভিনয় জগতে দেখা যায় না। সিনেমার দুনিয়া থেকে একেবারে অনেকটা দূরে সরে গিয়েছেন এই অভিনেতা।

২০০০ সালে মোহাব্বাতে সিনেমায় অভিনয় করেছিলেন হংসরাজ। সেই সিনেমায় তার অভিনয় বিশেষভাবে সাড়া ফেলেছিল। তবে এরপর থেকে আর মুখ্য চরিত্রে দেখা যায়নি তাকে। আসতে আসতে পার্শ্ব চরিত্রে স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে ভাগ্য এমন মোড় নেয় যে সিনেমা জগত থেকে দূরে সরতে থাকেন অভিনেতা। বলিউডের একজন উজ্জ্বল তারকা পর্দা থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যান যেন কেউ তাকে দেখেননি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন একাধিক পরিচালক এবং প্রযোজকের থেকে একসঙ্গে ৪০টি ছবির অফারও পেয়েছিলেন অভিনেতা। পরবর্তীতে পরিচালক হিসেবেও কাজ করেছিলেন হংসরাজ। ‘কুচ কুচ হোতা হে’ ছবির টাইটেল ট্রাকও হংসরাজ লিখেছিলেন নিজের হাতে। সেই গানটি সুপারহিটও হয়েছিল। তবে এরপর থেকেই লেখালেখি শুরু করেন হংসরাজ।

সম্প্রতি অভিনেতা জানিয়েছিলেন ছেলের জন্মের পর থেকেই তার লেখালেখিরও জন্ম। তবে ছেলের জন্যই লেখালেখিটা ধরে রাখতে চান অভিনেতা। বর্তমানে অভিনেতা দেশে থাকেন না। তিনি আমেরিকায় বসবাস করেন। সেখানেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে সংসার করছেন।

Back to top button