মিতুলের মেয়েকে মানাচ্ছে না! গুগলি চরিত্রে ইন্দ্রণীকে দেখে বিরক্ত দর্শক
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো খেলনা বাড়ি। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে এই সিরিয়ালের। এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা তিনের মধ্যে রয়েছে জি বাংলার এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে মিতুল চরিত্রে আরাত্রিকা মাইতির অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে গল্পের মূল নায়ক -নায়িকা ইন্দ্র ও মিতুলের ঘরে ও বাইরে শত্রুর অভাব নেই।
কাহিনী লিপ নেওয়ার আগে দেখা গিয়েছিল মিতুলের ছেলে ষষ্ঠী পুজোর দিনেই অনামিকার চক্রান্তে চুরি হয়ে যায়।আর এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে মিতুল যখন একেবারে হয়রান। তখনই গুগলিকে মিতুলের সম্পর্কে ভুল বুঝিয়ে দেয় অনামিকা। এবং গুগলিকে মিতুলের থেকে দূরে করে দেয়।
বর্তমানে গুগলি এখন বড় হয়ে গিয়েছে। সিরিয়ালে বড় গুগলির চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী ভট্টাচার্য। তবে খেলনাবাড়ি ধারাবাহিকে গুগলির চরিত্রে ইন্দ্রানীর অভিনয় একেবারেই পছন্দ হচ্ছে না দর্শকদের!
সিরিয়ালের সকল দর্শকরা জানেন যে, ছোটবেলায় গুগলি মিতুল মাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারত না। কিন্তু এখন বড় হওয়ার পর দেখা যাচ্ছে ঠিক উল্টোটা। নিজের মাকেই যখন তখন অপমান করছে মেয়ে। সিরিয়ালের এই দৃশ্য দেখে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। আর তাছাড়া এই গুগলি চরিত্রে ইন্দ্রানীর অভিনয়ও একেবারেই ভালো লাগছে না দর্শকদের। এই কারণে দর্শকদের দাবি যে, যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ালে এই গুগলি চরিত্রে নতুন অভিনেত্রী আনার।