বিনোদন

ভক্তদের জন্য সুখবর: ৩ বছর পর ছোটপর্দায় ফিরছেন ‘বয়েই গেল’ খ্যাত অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী

অভিনেতা বাসবদত্ত চট্টোপাধ্যায় আমাদের প্রিয় অভিনেত্রীদের একজন। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। তিনি “বয়েই গেল” সিরিয়াল দিয়েই প্রথম অভিনয় জগতে পা রেখেছেন বলে খবর।

সিনেমা ও ওয়েব সিরিজে হাজির হয়েছেন এই অভিনেত্রী । তবে ছোট পর্দায় তাকে খুব কমই দেখা যায়। নেতাজি সিরিজে তাঁর শেষ উপস্থিতি। কিন্তু আরও একবার বড় খবর ঘোষণা করলেন অভিনেত্রী। আবারও পর্দায় ফিরছেন তিনি ।
অন্যদিকে, মানালিকে বেশ কিছু সময় ধরে পর্দায় দেখা যাচ্ছে না। তবে এবার খবর আবারও নতুন রূপে পর্দায় ফিরবেন এই অভিনেত্রী।

অবশেষে ঘোষণা করা হল নতুন মেগা সিরিজ আসছে জি বাংলার। এই নতুন ধারাবাহিকে চার কন্যার গল্প বলা হয়েছে। মানালি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানালি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন স্নেহা চ্যাটার্জি এবং বাসবদত্ত চ্যাটার্জি। উল্লেখ্য, স্নেহার শেষ উপস্থিতি ছিল রাহুল-রুকমার লালকুঠি সিরিজে।

নতুন ইমেজে সিরিজের পর্দায় ফিরবেন স্নেহা। এছাড়াও প্রায় তিন বছর পর জি বাংলার নতুন ধারাবাহিক দিয়ে দর্শকদের মাঝে ফিরবেন বাসবদত্তা চ্যাটার্জী ।

Back to top button