বিনোদন

Nora Fatehi: দিলবার থেকে দিলরুবা, নোরার আবেদনময়ী নাচ দেখতে লক্ষ লক্ষ দর্শকের ভিড়

বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’ নোরা ফতেহি। অনেক ‘আইটেম’ গানে কোমর দুলিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন নোরা ফতেহি।নোরার নাচ ও ফিগারে যেন মুগ্ধ ভক্তরা।নোরার ফিগারে যেন উতাল পাতাল হয়ে ওঠে অনেক পুরুষমন। অভিনেত্রী নোরা ফতেহি বলিউডের বম্বশেল। প্রায়ই নোরা নিজের সেক্সিনেসের জন্য পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন।

তবে তিনি নিজের হটনেসের কারণে শিরোনামে উঠে আসছেন না। তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রশ্ন। যার জন্য প্রায়ই শিরোনামে থাকেন অভিনেত্রী। নোরা ফতেহি ‘বাহুবলি’ সিনেমায় নাচ করে বলিউডে পাকা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময়ের নোরা আর এখনকার নোরার মধ্যে যে কতটা পার্থক্য তা নিশ্চই দেখেই বোঝা যায় ।

সম্প্রতি ইন্টারনেটে মুক্তি পেয়েছে একই সিনেমার দ্বিতীয় কিস্তির গান ‘কুসু কুসু’। আর সেখানে দিলরুবারূপে নিজেকে প্রকাশ করেছেন নোরা ফাতেহি। তাঁর নাচে পাগলপ্রায় নেটিজেনরা। হাজারও প্রশংসাসূচক মন্তব্য পড়ে বুক ভরে যাবে নোরারও।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার গান ‘কুসু কুসু’। জারা খান ও দেব নেগির গাওয়া এ গান প্রকাশমাত্রই ইন্টারনেটে ঝড় বয়ে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজও উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক পাতায় জানিয়েছে ছয় ঘণ্টায় ছয় মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। এ প্রতিবেদন যখন পড়ছেন, তখন ইউটিউবে চোখ বুলালে দেখবেন কয়েক গুণ বেশি ভিউ।

নোরা ফাতেহির সেই আগুনঝরা নাচ। সংগীত পরিচালনা করেছেন এ সময়ের আলোচিত তানিশক বাগচি। জন আব্রাহামকেও দেখা গেছে গানের ভিডিওতে। গানের কথা লিখেছেন তানিশক।

Back to top button