বিনোদন

প্রথম ‘কৃষ্ণকলি’ টিআরপির লড়াই চলছে ‘মোহর’ ও ‘রাসমণির’ মধ্যে

সারা সপ্তাহ জুড়ে দর্শকদের নজর থাকে বাংলা টেলিভিশনে প্রচারিত সিরিয়ালের দিকে। আর সেই দর্শকদের দেখার উপর ভিত্তি করেই প্রতি সপ্তাহে জারি করা হয় সিরিয়ালের টিআরপির তালিকা। আর টানা কিছু সপ্তাহ ধরেই ‘কৃষ্ণকলি’ আছে একনম্বরে।

আর এক নম্বরের পার্থক্যের জন্য দ্বিতীয স্থানে আছে ‘মোহর’ তৃতীয় স্থানে আছে রাণী রাসমণি। আর এখন শ্রীময়ী যেন প্রথম সারি থেকে পিছিয়ে পড়েছে এখন অনেকটাই। আর নতুন কিছুর তালিকাতে যুক্ত হয়েছে ‘খড়কুটো’ ও ‘যমুনা ঢাকি’। দেড় বছর ধরে চললেও এখনো ভালো ফলাফল করছে ‘সাঁঝের বাতি’।

তবে সারা জাগিয়েও নিরাশ করেছে জি বাংলা ও ষ্টার জলসার দুই ‘কাদম্বিনী’। ‘কাদম্বিনী’ নিয়েই চলছে দুই চ্যানেলের মধ্যে টক্কর। শুরুতে এই দুই সিরিয়াল মানুষের মনে সাড়া ফেললেও এখন বেশ কিছুটা পিছিয়ে গেছে এই দুই মেগা।

Back to top button