সূর্য কাছে এলেও এবার আবার দীপার অভিমান! গল্পে তাদের মিলনে দর্শকের অপেক্ষা আরও দীর্ঘমেয়াদি

অনুরাগের ছোয়া ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে নেশাগ্রস্থ অবস্থায় সূর্য দীপার বাড়িতে যায় এবং সেখানে নিজের ভালোবাসার কথা সে দিপাকে জানায়। দীপা তার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করলেও সূর্য তাকে যেতে দেয়না বরং তাকে আঁকড়ে ধরে রাখে। এই পর্বটি দর্শকদের খুব ভালো লেগেছে। কিন্তু তখন দীপা ভাবতে থাকে যে ডাক্তার বাবুর নেশা কেটে গেলে তাকে নিজের কাছে আস্তে দেবে না সে।
অন্যদিকে আবার এক নতুন ষড়যন্ত্র শুরু করে মিশকা। সে দীপার পাড়ার সকলকে গিয়ে জানায় যে দীপার ঘরে একটি পুরুষ মানুষ ঢুকেছে।এই শুনে পাড়ার অনেকে দীপার বাড়ির সামনে হাজির হয় এবং দিপাকে নিয়ে অনেক কূমন্তব্য করতে শুরু করে।
দীপার সাথে যে দাদা বৌদি থাকেন, তারা দীপা এবং সূর্যের মধ্যে সম্পর্কটা সবাইকে বলতে গেলে বাধা দেয় দীপা। পরে সূর্যের বাবা মা দীপার বাড়িতে গেলে সকলের সামনে তাদের সম্পর্ক তুলে ধরে। তার পাশাপাশি সকলকে এরকম কুরুচিকর মন্তব্য করতে বারন করে।
দীপার বাড়িতে জড়ো হওয়া পাড়ার প্রতিবেশীদের উদ্দেশ্য করে দীপার শশুর বলে, একটি মেয়ে এত কষ্ট করে নিজের জীবন চালাচ্ছে তার দিকে আঙ্গুল তোলার আগে সকলের একটু ভাবা দরকার। একথা শুধু দীপার জন্য নয়, এই বার্তা ওই সকল খেটে খাওয়া মেয়েদের জন্য যাদের দিকে সমাজ সঠিক কোনো কারণ ছাড়াই আঙ্গুল তোলে।