উর্মিলা অভিনেত্রী থেকেও পর্নো স্টারে বেশি পরিচিত, দাবি কঙ্গনার
বলিউড উত্তপ্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে।বলিউডে দল বিভাজন তো ছিলই সেই সাথে উঠে এসেছে মাদক নেওয়া ও নেপোটিজমের প্রসঙ্গ। আর সেই সাথে চলছে েকে ওপরের গায়ে কাদা ছোড়াছুড়ি। আর এই বিতর্কের মাঝে প্রথম থেকেই আলোচনাত কেন্দ্র বিন্দু এখন হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি সুশান্তের মৃত্যু নিয়ে যখন যেমন বলতে চেয়েছেন ঠিক তেমনি বলেছেন।
আর তার মন্তব্যের জবাব এবার উঠে আসছে বলিউডের বিভিন্ন সেলেব্রিটিদের কাছ থেকে। সম্প্রতি উর্মিলা মাতন্ডকর কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে বলেন ‘বেশির ভাগ কথারই কোনো ভিত্তি নেই। সুশান্তকে ‘নেপোটিজমের শিকার’ বলে উল্লেখ করে তাঁর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছিলেন কঙ্গনা। তবে বিতর্কে জড়ানো তার অভ্যাস।’
কঙ্গনাও ছেড়ে দেবার পাত্রী নন তিনি উর্মিলা মাতন্ডকরকে তার টুইট ‘সফ্ট পর্ন স্টার’ বলে অভিহিত করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন ‘ঊর্মিলা কোনোদিন তার অভিনয়ের জন্যে জনপ্রিয় ছিলেন না। ঊর্মিলাও তো সফট পর্ন স্টার ছিলেন। আমি জানি, কারণ এটা খুবই স্পষ্ট। আর যাই হোক উনি অভিনয় দক্ষতার জন্য কোনোদিনই পরিচিত ছিলেন না। সফ্ট পর্ন করার পরও যদি তিনি নির্বাচনে টিকিট পেতে পারেন, তাহলে আমিই বা পাব না কেন?’