এত ভুল বোঝাবুঝির পরেও কমেনি ভালোবাসা! “টুরু লাভ” এর ক্ষেত্রে “সিধাই”কে হারাতে পারবে “সূদীপা”?

এই সময়ে বাংলা বিনোদনের অন্যতম মাধ্যম হলো টেলিভিশন। আর বাংলা বিনোদনের মধ্যে বাংলা ধারাবাহিকগুলি বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। তাই সন্ধ্যা নামতেই এইসব ধারাবাহিকের আকর্ষণে টিভির সামনে বসে পরে বাড়ির মহিলারা। জনপ্রিয়তার সাথে সাথে টিআরপির তালিকাতেও ভালো ফল করতে হবে। নাহলে অকালেই টিভির পর্দা থেকে সরে যেতে হবে।কয়েকদিন ধরে একাধিক চ্যানেলে একের পর এক সিরিয়াল বন্ধ হচ্ছে তার পরিবর্তে আসছে নতুন সিরিয়াল।
বর্তমানে বাঙালি দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া। বিগত কয়েক সপ্তাহ থেকে টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিকটি। গল্পে নায়ক- নায়িকার মিলনের অপেক্ষায় দর্শক। তবে এই সেরিয়ালটিকে আরও বেশি ক্ষুরধার করে তুলেছে এই ধারাবাহিকের দুটি মিষ্টি মেয়ে সোনা ও রূপা! দিনে দিনে বেড়েই চলেছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। টিআরপি তালিকাই দেখলেই বোঝা যায়। এই ধারাবাহিকের আকর্ষণের মূল কেন্দ্রে এখন ছোট এই দুই কন্যা। এক বোন ফর্সা ওপর জন কালো। গল্প অনুযায়ী এই দুই বোন বাবা -মায়ের কাছে আলাদা আলাদাভাবে বড় হয়ে উঠছে। সূর্য’র কাছে বড় হয়েছে সোনা আর অন্যদিকে দীপার কাছে রূপা।
বর্তমান পর্বগুলি দেখে জানা যায় যে সূর্য জেনে গিয়েছে যে কবীরের স্ত্রী দীপা নয়, বরং অন্য কেউ। তখন আবার সূর্য ভাবতে থাকে যে দীপাকে ঠকিয়ে কবীর অন্য আর একজনকে বিয়ে করেছে। আসলে মাথা মোটা সূর্য সহজে কিছু বোঝে না। কবে সূর্য-দীপার মধ্যে রোম্যান্স কবে ফিরবে? তা দেখার জন্য দর্শক বিকুল হয়ে উঠেছিল ।অবশেষে অপেক্ষার অবসান ঘটলো আর দেখা গেলো মনকে আনন্দে ভরিয়ে দেওয়ার মতো পর্ব। আসন্ন পর্বে দেখা যায় যে নেশা করে এসে সূর্য দীপাকে বলে ‘আই লাভ ইউ দীপা। আমি তোমাকে খুব ভালোবাসি’।
যদিও সূর্য’কে মদ খাইয়েছিল মিশকা। কিন্তু ভালোবাসার টানে সূর্য চলে আসে দীপার কাছে। আর সূর্য-দীপার এই ভালোবাসার টান দেখে সোশ্যাল মিডিয়ায় এক দর্শক লিখেছেন, ‘Move On সবাই করতে পারে না..সূর্য দীপার কেউই করতে পারেনি..ওরা এখনও একে অপরকে ঠিক আগের মতোই ভালোবাসে..এতো বছরের বিচ্ছেদ,মান-অভিমান, সংঘাত, অবিশ্বাস অনেক ঝড় বয়ে গেছে কিন্তু ভালোবাসাটা কোথাও হারিয়ে যায়নি..সূর্য দীপা একসাথে থাকুক বা না থাকুক,তারা দুজনে একে অপরের জন্য পুরোপুরি dedicated.. তাই মিশকা এতো বিষ ঢালার পরেও না সূর্যর মন থেকে দীপার ভালোবাসা মুছতে পেরেছে আর না দীপার মন থেকে সূর্যকে সরাতে পেরেছে..হয়তো তারা এখন একসাথে থাকে না কিন্তু একে অপরের বিপদে সবার আগে দৌঁড়ে যায়’