হাতে এনগেজমেন্ট রিং! তবে কি বাগদান সেরে ফেললেন মৌনি রায়?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের হাতের অনামিকায় দেখা গেলো হীরের আংটি। আর সেই ছবি ভাইরাল হতেই তার ফ্যানেদের মধ্যে এখন প্রশ্ন তবে কি মৌনী রায় সেরে ফেলেছেন বাগদান? কিন্তু যারা মৌনী রায়ের নতুন ওই ছবি দেখে ভাছেন যে মৌনী রায় হয়তো কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছেন তারা কিন্তু সম্পূর্ণ ভাবে রয়েছেন একটি ভ্রান্ত ধারণায়। কারণ ওই ছবির ক্যাপশনে মৌনী রায় নিজেই লিখেছেন তার হাতের অনামিকায় থাকা হীরের অংশটির আসল রহস্য।
বলিউডের জনপ্রিয় ওই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘বিশ্বাস করা যাচ্ছে না, অবশেষে ভারতে এমন একটি ব্র্যান্ড এসেছে, যারা শুধুমাত্র এনগেজমেন্ট রিং-ই তৈরি করে। তাদের কালেকশন আমার নজরে রয়েছে, আপনিও দেখতে পারেন।
তিনি আরও লিখেছেন ‘আপনি এখন ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আপনার আংটির নকশাটিও নিজের পছন্দ মত বানাতে পারেন। ওখানকার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আপনাকে বাগদানের আংটিটি বেছে নেয়ার জন্য পরামর্শ দেবেন।’
মৌনী রায়ের সম্প্রতি নতুন ছবি ও ক্যাপশন পরে যেটা মনে হচ্ছে তা হলো তিনি হয়তো কোনও হিরে প্রস্তুতকরি সংস্থার ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন। প্রসঙ্গত উল্লেখনীয় মৌনী রায়কে এবার দেখা যাবে রণবীর -আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। তাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিলো রাজকুমার রায়ের বিপরীতে ‘মেড-ইন-চায়না’ ছবিতে।