সেলফি তুলেই গিনেস বুকে নাম তুলে ফেললেন ডোয়াইন জনসন! নিলেন একের পর এক সেলফি
ছিলেন কুস্তিগীর তারপর ধীরে ধীরে হয়ে উঠলেন অভিনেতা যাওয়া ডোয়াইন জনসন। তিনি প্রায়ই বিভিন্ন ধরণের কাজ করে চমকে দেন সকলকে। আর এবার আলাদা রকমের কাজ করেই তিনি করে ফেলেন বিশ্ব রেকর্ড।
তবে এই বিশ্ব রেকর্ড তিনি করেছিলেন অনেক আগেই আর সেই সময়টা ছিল ২০১৫ সাল। তিনি সেই সময় লন্ডনে ‘স্যান অ্যান্ড্রিয়াস’ ছবির লন্ডন প্রিমিয়ারে গিয়েছিলেন আর সেখানেই তিনি লাল গালিচায় হাঁটার সময় তিন মিনিটে ১০৫ টি সেলফি তুলে করেন গিনেস বুকে বিশ্বরেকর্ড।
আর সেই রেকর্ড করেই জনপ্রিয় এই অভিনেতা বলেন ‘আমরা করেছি।’ ঐদিন তিনি রেকর্ড করার জন্য টানা ৩ মিনিট ধরে ছুতে বেরিয়েছিলেন বিভিন্ন ফ্যানেদের কাছে। আর এভাবেই তিনি করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
প্রসঙ্গত, হলিউড এই সুপারস্টার তারকার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’, ‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তির অপেক্ষায় আছে।