মিঠাই থেকে দীপা সবাই ফেল, বাংলা ধারাবাহিকের সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন ইনি

জি বাংলার মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু টানা ২০ বারেরও বেশি বাংলা সিরিয়ালের সেরা জনপ্রিয় নায়িকার খেতাব জিতেছেন ওরম্যাক্স মিডিয়ার সমীক্ষাতে। প্রত্যেক মাসেই এই রিপোর্ট প্রকাশিত হয়। এতদিন পর্যন্ত বাংলা ধারাবাহিকের সেরা নায়িকা হিসেবে এই খেতাব মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুর দখলেই ছিল। তবে এবার মিঠাইয়ের হাত থেকে সেই সুযোগটা বেরিয়ে গেল।
মিঠাইকে হারিয়ে সেরা স্থানে উঠে এল জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। প্রত্যেক মাসে ওরম্যাক্স মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করে সেখানে সেরা পাঁচটি বাংলা ধারাবাহিকের সেরা চরিত্র তথা নায়িকাদের তালিকা প্রকাশ করা হয়। এতদিন পর্যন্ত এই তালিকায় সেরা স্থানে ছিল মিঠাই। জগদ্ধাত্রী এতদিন মিঠাইয়ের পেছনেই থেকেছে। বর্তমানে মিঠাইয়ের থেকে জগধাত্রীর জনপ্রিয়তা এখন চড়া।
এই কারণেই মিঠাইকে পেছনে ফেলে জগদ্ধাত্রী সেরা স্থান দখল করে নিল। গত মাসের সমীক্ষায় উঠে এসেছে মিঠাই এর থেকে সেরার মুকুট কেড়ে নিয়ে জগদ্ধাত্রী প্রথম স্থানে রয়েছে। এই রিপোর্ট অনুসারে জনপ্রিয়তার বিচারে এখন প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই। তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়ার দীপা। চতুর্থ স্থানে রয়েছে গাঁটছড়ার খড়ি। পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িংয়ের ফড়িং। অবশ্য এখন মিঠাইয়ের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।
গত সপ্তাহে টিআরপি তালিকায় সেরা দশের থেকেও ছিটকে গিয়েছে মিঠাই। আর এবার জনপ্রিয়তার সেরার মুকুটও হাত থেকে বেরিয়ে গেল। যদিও মিঠাইয়ের ভক্তদের কাছে সব সিরিয়ালের মধ্যে মিঠাই আজও সেরা।