বিনোদন

এই স্কুলপড়ুয়া ছেলেটিকে চিনতে পারছেন? বর্তমানে ইনি টলিউডের হ্যান্ডসাম নায়ক

তারকাদের অন্দরমহলের খবর রাখা অনুরাগীদের যেন এক স্বভাবের মধ্যে পড়ে। এবার সেই তালিকা থেকে উঠে এল টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার বেশ কিছু পুরনো ছবি। বর্ধমানের সাধারণ পরিবারে ছেলে ছিল অঙ্কুশ হাজরা। অঙ্কুশ ছোট থাকতে বর্ধমানের দুটি নামজাদা স্কুল ‘হলি রক’ এবং ইস্ট ওয়েস্ট’-এ পড়াশুনা শেষ করে, অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পদার্পণ করেছিলেন তিনি। দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পড়াশোনা করে এবং পরবর্তীকালে কলকাতায় হেরিটেজ ইনস্টিটিউটে বিবিএ পড়েন অঙ্কুশ।

তবে সাদামাটা চেহারার ছেলেটিকে দেখে কখনোই বোঝা যায়নি যে, বর্তমানে সে হয়ে উঠবে সুপারস্টার। ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জগতে পদার্পন করেছিলেন অঙ্কুশ। এরপরে তাকে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘ইডিয়েট’ সিনেমাতে শ্রাবন্তীর সাথে দেখা যায়।

এরপরই তার অভিনয় জীবনের সাফল্য এনে দেয় ‘খিলাড়ি’ নামক সিনেমাটি। পরবর্তীতে তার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাটিও সুপারহিট হয়েছিল। যেখানে শুভশ্রী গাঙ্গুলীর সাথে অভিনয় করেছিলেন অঙ্কুশ। মধ্যবর্তী সময়েই মুম্বাইয়ে গ্রুমিং করতে আসেন অভিনেতা।

সম্প্রতিককালে অভিনেতা নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন, বান্ধবী ঐন্দ্রিলার সাথে যৌথ উদ্যোগে। বর্তমানে ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালনার কাজ করছেন তিনি। সম্প্রতি অঙ্কুশের এক স্কুল জীবনের ফটো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাকে দেখা গেছে, একেবারেই রোগা চেহারা, পড়নি স্কুল ইউনিফর্ম এবং চোখে চশমা।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Back to top button